থাইল্যান্ডের জরুরি অবস্থা প্রত্যাহার
রূপান্তর ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০
শিক্ষার্থীদের গণবিক্ষোভের জেরে অবশেষে কিছুটা পিছু হটল থাইল্যান্ড সরকার। গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করা হলো গত সপ্তাহে ব্যাংককে জারি হওয়া মাসব্যাপী জরুরি অবস্থার নির্দেশ। পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাও আন্দোলনকারীদের কাছে বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।
গতকাল থাইল্যান্ড সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সম্প্রতি শান্তি-শৃঙ্খলার অবনতি হওয়ায় ব্যাংককে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দুপুর থেকে তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে কোনোভাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার দিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আট দিন আগে থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার অপসারণের দাবিতে রাজধানী ব্যাংককে তীব্র বিক্ষোভ শুরু হয়।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০

শিক্ষার্থীদের গণবিক্ষোভের জেরে অবশেষে কিছুটা পিছু হটল থাইল্যান্ড সরকার। গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করা হলো গত সপ্তাহে ব্যাংককে জারি হওয়া মাসব্যাপী জরুরি অবস্থার নির্দেশ। পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাও আন্দোলনকারীদের কাছে বিক্ষোভ তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন।
গতকাল থাইল্যান্ড সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সম্প্রতি শান্তি-শৃঙ্খলার অবনতি হওয়ায় ব্যাংককে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছিল। দুপুর থেকে তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে কোনোভাবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তার দিকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আট দিন আগে থাইল্যান্ডে রাজতন্ত্রের সংস্কার এবং প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার অপসারণের দাবিতে রাজধানী ব্যাংককে তীব্র বিক্ষোভ শুরু হয়।