যুক্তরাষ্ট্রের রণতরীকে রুশ যুদ্ধজাহাজের ধাওয়া
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০
জাপান সাগরে নিজেদের জলসীমার মধ্যে ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। গত মঙ্গলবার ইউএসএস জনএস ম্যাককেইন রুশ জলসীমার দুই কিলোমিটার ভেতরে ঢুকে পড়লে হুমকি পেয়ে ওই এলাকা ছেড়ে চলে যায় বলে খবর দিয়েছে বিবিসি। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, তাদের জাহাজকে বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। দেশটির নৌবাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লে. জো কেইলি বলেন, ‘এ মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোনো দেশের জলসীমা থেকে বের করে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র কখনো কোনো ভীতিপ্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতিস্বীকার করবে না।’
জাপান সাগরের তিনদিকে জাপান, রাশিয়া ও দুই কোরিয়ার উপকূল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া প্রায়ই পরস্পরের বিরুদ্ধে আকাশে ও সমুদ্রে বিপজ্জনক সামরিক মহড়া চালানোর অভিযোগ করে থাকে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ০০:০০

জাপান সাগরে নিজেদের জলসীমার মধ্যে ঢুকে পড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। গত মঙ্গলবার ইউএসএস জনএস ম্যাককেইন রুশ জলসীমার দুই কিলোমিটার ভেতরে ঢুকে পড়লে হুমকি পেয়ে ওই এলাকা ছেড়ে চলে যায় বলে খবর দিয়েছে বিবিসি। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, তাদের জাহাজকে বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। দেশটির নৌবাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লে. জো কেইলি বলেন, ‘এ মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোনো দেশের জলসীমা থেকে বের করে দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র কখনো কোনো ভীতিপ্রদর্শন বা বেআইনি দাবির কাছে নতিস্বীকার করবে না।’
জাপান সাগরের তিনদিকে জাপান, রাশিয়া ও দুই কোরিয়ার উপকূল। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া প্রায়ই পরস্পরের বিরুদ্ধে আকাশে ও সমুদ্রে বিপজ্জনক সামরিক মহড়া চালানোর অভিযোগ করে থাকে।