কোভ্যাক্সে যোগ দেবে যুক্তরাষ্ট্র
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের সুষ্ঠু ও ন্যায্য বণ্টনের আন্তর্জাতিক উদ্যোগের (কোভ্যাক্স) সঙ্গে যুক্ত হবে। গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আলজাজিরা।
করোনা মহামারী মোকাবিলায় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ২০২০ সালের জুলাইয়ে ডব্লিউএইচওকে যুক্তরাষ্ট্রের তহবিল প্রদান বন্ধ করে দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন বলে ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, কোভ্যাক্স উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এরই মধ্যে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। এদিনই জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডব্লিউএইচও থেকে বেরিয়ে আসার যে পরিকল্পনা করেছিল সেটি প্রত্যাহার করা হচ্ছে।
আর পরদিন বৃহস্পতিবার বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউচি জানান, যুক্তরাষ্ট্র কোভ্যাক্স উদ্যোগে যোগ দিতে ইচ্ছুক। শিগগিরই বাইডেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করবেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের আশ্বস্ত করেন তিনি।
ফাউচি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন একটি নির্দেশনাপত্র জারি করবেন যেখানে কোভ্যাক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার ইচ্ছার কথা বলা থাকবে।’
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র ভ্যাকসিনের সুষ্ঠু ও ন্যায্য বণ্টনের আন্তর্জাতিক উদ্যোগের (কোভ্যাক্স) সঙ্গে যুক্ত হবে। গত বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে আলজাজিরা।
করোনা মহামারী মোকাবিলায় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে ২০২০ সালের জুলাইয়ে ডব্লিউএইচওকে যুক্তরাষ্ট্রের তহবিল প্রদান বন্ধ করে দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটির সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবেন বলে ঘোষণা দেন তিনি। শুধু তাই নয়, কোভ্যাক্স উদ্যোগের সঙ্গে যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এরই মধ্যে ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন জো বাইডেন। এদিনই জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডব্লিউএইচও থেকে বেরিয়ে আসার যে পরিকল্পনা করেছিল সেটি প্রত্যাহার করা হচ্ছে।
আর পরদিন বৃহস্পতিবার বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা ফাউচি জানান, যুক্তরাষ্ট্র কোভ্যাক্স উদ্যোগে যোগ দিতে ইচ্ছুক। শিগগিরই বাইডেন এ সংক্রান্ত নির্দেশনা জারি করবেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের আশ্বস্ত করেন তিনি।
ফাউচি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন একটি নির্দেশনাপত্র জারি করবেন যেখানে কোভ্যাক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার ইচ্ছার কথা বলা থাকবে।’