চার দেশে সাইবার প্রযুক্তি বেচবে না ইসরায়েল
রূপান্তর ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
সাইবার প্রযুক্তি বিক্রিতে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নতুন করে মেক্সিকো, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ইসরায়েলের পত্রিকা ক্যালকালিস্টে বলা হয়েছে, গণমাধ্যমের অনুসন্ধানে স্পাইওয়্যার ‘পেগাসাস’ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে এ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল ইসরায়েল। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে এমন দেশের সংখ্যা ছিল ১০২টি। সেই সংখ্যা কমিয়ে এখন ৩৭-এ এনেছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

সাইবার প্রযুক্তি বিক্রিতে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। নতুন করে মেক্সিকো, মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ইসরায়েলের পত্রিকা ক্যালকালিস্টে বলা হয়েছে, গণমাধ্যমের অনুসন্ধানে স্পাইওয়্যার ‘পেগাসাস’ কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকে এ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপের মুখে ছিল ইসরায়েল। এরপর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলের কাছ থেকে সাইবার প্রযুক্তি কিনতে পারে এমন দেশের সংখ্যা ছিল ১০২টি। সেই সংখ্যা কমিয়ে এখন ৩৭-এ এনেছে তারা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে সাইবার প্রযুক্তি কেনার ক্ষেত্রে কোন কোন দেশের নিবন্ধন বাতিল করা হয়েছে, তা নিশ্চিত করা হয়নি।
শেয়ার করুন