রাশিয়ায় ১ মাসে করোনায় মৃত্যু ৭৫ হাজার
রূপান্তর ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রাশিয়ায় গত অক্টোবর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রোস্তাত এ তথ্য জানিয়েছে। করোনা মহামারী শুরুর পর রাশিয়ায় এটিই এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
করোনার ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ না করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ পরিস্থিতিতে অক্টোবর মাসের প্রাণহানির তথ্য প্রকাশ করেছে রোস্তাত। এ ছাড়া রাশিয়ায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে, সে সংখ্যাও প্রকাশ করেছে সংস্থাটি।
রোস্তাতের তথ্য অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এ সংখ্যা রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেওয়া সংখ্যার তুলনায় বেশি। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৭৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুসারে, মৃত মানুষের এ সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। তবে মৃত্যু ৫ লাখ ২০ হাজার হলে মৃত্যুর দিক তৃতীয় অবস্থানে চলে যাবে দেশটি।
রাশিয়ায় তদন্তের পর যে মৃত্যুগুলোর প্রাথমিক কারণ ‘করোনার সংক্রমণ’ বলে নিশ্চিত হওয়া গেছে, শুধু সেগুলোই সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রাশিয়ায় গত অক্টোবর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা রোস্তাত এ তথ্য জানিয়েছে। করোনা মহামারী শুরুর পর রাশিয়ায় এটিই এক মাসে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
করোনার ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য প্রকাশ না করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এ পরিস্থিতিতে অক্টোবর মাসের প্রাণহানির তথ্য প্রকাশ করেছে রোস্তাত। এ ছাড়া রাশিয়ায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত কত মানুষ মারা গেছে, সে সংখ্যাও প্রকাশ করেছে সংস্থাটি।
রোস্তাতের তথ্য অনুযায়ী, রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে। এ সংখ্যা রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেওয়া সংখ্যার তুলনায় বেশি। সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৭৮ হাজার ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুসারে, মৃত মানুষের এ সংখ্যার দিক থেকে বিশ্বে রাশিয়ার অবস্থান পঞ্চম। তবে মৃত্যু ৫ লাখ ২০ হাজার হলে মৃত্যুর দিক তৃতীয় অবস্থানে চলে যাবে দেশটি।
রাশিয়ায় তদন্তের পর যে মৃত্যুগুলোর প্রাথমিক কারণ ‘করোনার সংক্রমণ’ বলে নিশ্চিত হওয়া গেছে, শুধু সেগুলোই সরকারি তালিকায় যুক্ত করা হয়েছে।