‘চরম অসাম্যের দেশ’ ভারত
রূপান্তর ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব বা বৈশ্বিক অসমতা বিষয়ক এক রিপোর্ট বলছে, ভারত এখন এক চরম অসাম্যের দেশ। দারিদ্র্য ও অসাম্য দুটিই এখন ভারতে প্রকট আকার ধারণ করেছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশটির এক শতাংশ মানুষের হাতে রয়েছে ২২ শতাংশ সম্পদ। এমনকি ভারতের সমাজব্যবস্থার নিচের সারিতে বসবাস করা অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই বলেও রিপোর্টে জানানো হয়েছে। গতকাল বুধবার গবেষণা রিপোর্টটির উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে পিটিআই।
ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের রিপোর্ট অনুযায়ী, ভারতের দরিদ্র মানুষের হাতে সম্পদের প্রায় কিছুই না থাকলেও দেশটির ধনীরা অত্যন্ত ধনী হয়ে উঠেছেন। ২০২১ সালে ভারতের মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগই চলে গেছে দেশটির ওপরের সারির এক শতাংশ মানুষের হাতে। অথচ ৫০ শতাংশ মানুষকে দেশের মোট আয়ের মাত্র ১৩ শতাংশ নিয়েই দিন কাটাতে হয়েছে।
প্যারিস স্কুল অব ইকোনমিকসে অবস্থিত ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের এই রিপোর্ট তৈরিতে সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটি। রিপোর্টের শুরুতে নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ও এস্থার ডুফলো লিখেছেন, অসাম্য চরম পর্যায়ে থাকা বিশ্বের দেশগুলোর মধ্যে ভারত রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার তুলনার নিরিখে ভারতের মানুষের মাথাপিছু গড় আয় বছরে ২ লাখ ৪ হাজার ২০০ টাকা। কিন্তু আয়ের দিক থেকে নিচের সারির অর্ধেক মানুষের গড় আয় মাত্র ৫৩ হাজার ৬১০ টাকা। ওপরের সারির ১০ শতাংশ মানুষের আয় তার প্রায় ২০ গুণ। ১১ লাখ ৬৬ হাজার ৫২০ টাকা। সম্পদের ক্ষেত্রে অসাম্যের মাত্রা আরও বেড়েছে। ভারতের পরিবারভিত্তিক গড় সম্পদের পরিমাণ ৯ লাখ ৮৩ হাজার ১০ টাকা। কিন্তু সমাজের নিচু স্তরের ৫০ শতাংশ পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র ৬৬ হাজার ২৮০ টাকা। এছাড়া ওপরের সারির বা অতিধনী ১ শতাংশ বা ১০ শতাংশ পরিবারের তুলনায় মধ্যবিত্তও যথেষ্ট গরিব। অতিধনী ১০ শতাংশ পরিবারের গড় সম্পদের পরিমাণ ৬৩ লাখ ৫৪ হাজার টাকার বেশি। একই ক্যাটাগরির ১ শতাংশ পরিবারের গড় সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৪ লাখ টাকার বেশি। সেই তুলনায় মধ্যবিত্ত পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র ৭ লাখ ২৪ হাজার কোটি টাকা।
ভারতে লিঙ্গ বৈষম্যও চরম আকার ধারণ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোট আয়ে নারী শ্রমিকদের ভাগ মাত্র ১৮ শতাংশ। এই হার সারা বিশ্বের মধ্যেই ভারতে বেশ কম। পশ্চিম এশিয়ার দেশগুলোতে নারীদের আয়ের ভাগ ১৫ শতাংশ। অন্যদিকে চীন ছাড়া এশিয়ার দেশগুলোতে এই হার ২১ শতাংশ। অবশ্য বিশ্বজুড়েই বেড়েছে সম্পদের অসমতা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব বা বৈশ্বিক অসমতা বিষয়ক এক রিপোর্ট বলছে, ভারত এখন এক চরম অসাম্যের দেশ। দারিদ্র্য ও অসাম্য দুটিই এখন ভারতে প্রকট আকার ধারণ করেছে। রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার এই দেশটির এক শতাংশ মানুষের হাতে রয়েছে ২২ শতাংশ সম্পদ। এমনকি ভারতের সমাজব্যবস্থার নিচের সারিতে বসবাস করা অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের প্রায় কিছুই নেই বলেও রিপোর্টে জানানো হয়েছে। গতকাল বুধবার গবেষণা রিপোর্টটির উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানিয়েছে পিটিআই।
ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের রিপোর্ট অনুযায়ী, ভারতের দরিদ্র মানুষের হাতে সম্পদের প্রায় কিছুই না থাকলেও দেশটির ধনীরা অত্যন্ত ধনী হয়ে উঠেছেন। ২০২১ সালে ভারতের মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগই চলে গেছে দেশটির ওপরের সারির এক শতাংশ মানুষের হাতে। অথচ ৫০ শতাংশ মানুষকে দেশের মোট আয়ের মাত্র ১৩ শতাংশ নিয়েই দিন কাটাতে হয়েছে।
প্যারিস স্কুল অব ইকোনমিকসে অবস্থিত ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের এই রিপোর্ট তৈরিতে সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটি। রিপোর্টের শুরুতে নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ও এস্থার ডুফলো লিখেছেন, অসাম্য চরম পর্যায়ে থাকা বিশ্বের দেশগুলোর মধ্যে ভারত রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ক্রয়ক্ষমতার তুলনার নিরিখে ভারতের মানুষের মাথাপিছু গড় আয় বছরে ২ লাখ ৪ হাজার ২০০ টাকা। কিন্তু আয়ের দিক থেকে নিচের সারির অর্ধেক মানুষের গড় আয় মাত্র ৫৩ হাজার ৬১০ টাকা। ওপরের সারির ১০ শতাংশ মানুষের আয় তার প্রায় ২০ গুণ। ১১ লাখ ৬৬ হাজার ৫২০ টাকা। সম্পদের ক্ষেত্রে অসাম্যের মাত্রা আরও বেড়েছে। ভারতের পরিবারভিত্তিক গড় সম্পদের পরিমাণ ৯ লাখ ৮৩ হাজার ১০ টাকা। কিন্তু সমাজের নিচু স্তরের ৫০ শতাংশ পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র ৬৬ হাজার ২৮০ টাকা। এছাড়া ওপরের সারির বা অতিধনী ১ শতাংশ বা ১০ শতাংশ পরিবারের তুলনায় মধ্যবিত্তও যথেষ্ট গরিব। অতিধনী ১০ শতাংশ পরিবারের গড় সম্পদের পরিমাণ ৬৩ লাখ ৫৪ হাজার টাকার বেশি। একই ক্যাটাগরির ১ শতাংশ পরিবারের গড় সম্পত্তির পরিমাণ ৩ কোটি ২৪ লাখ টাকার বেশি। সেই তুলনায় মধ্যবিত্ত পরিবারের গড় সম্পদের পরিমাণ মাত্র ৭ লাখ ২৪ হাজার কোটি টাকা।
ভারতে লিঙ্গ বৈষম্যও চরম আকার ধারণ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মোট আয়ে নারী শ্রমিকদের ভাগ মাত্র ১৮ শতাংশ। এই হার সারা বিশ্বের মধ্যেই ভারতে বেশ কম। পশ্চিম এশিয়ার দেশগুলোতে নারীদের আয়ের ভাগ ১৫ শতাংশ। অন্যদিকে চীন ছাড়া এশিয়ার দেশগুলোতে এই হার ২১ শতাংশ। অবশ্য বিশ্বজুড়েই বেড়েছে সম্পদের অসমতা।