বিধি ভেঙে বরিসের দপ্তরে আরও পার্টি হয়েছিল
রূপান্তর ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০
করোনাকালে পানাহার অনুষ্ঠানের আয়োজন করে ইতিমধ্যেই বেকায়দায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ পরিস্থিতিতে আরও পার্টির খবর সামনে এসেছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি উৎসবের আয়োজন করা হয়েছিল।
দ্য টেলিগ্রাফের সংবাদে বলা হয়, ওই উৎসব আয়োজনে পানাহারের ব্যবস্থা ছিল, ছিল নাচের আয়োজন। তবে সেই সময় করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। নিয়ম অনুসারে ভিন্ন ভিন্ন বাড়িতে বসবাসরত মানুষদের একত্রে এমন আয়োজন করা যাবে না। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের কর্মীরা এমন আয়োজন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ২০২১ সালের ১৬ এপ্রিলের এমন আয়োজনের কথা অস্বীকার করা হয়নি। তবে কার্যালয়ের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়নি, বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস সø্যাক ওই অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিয়েছিলেন কিনা। জেমস এই পদ ছেড়ে দ্য সানের উপ-সম্পাদকের দায়িত্ব নেন। এর আগে ওই অনুষ্ঠানে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে ভাষণ দেন। তবে বরিস জনসন ওই আয়োজনে উপস্থিত ছিলেন না।
এমন সময়ে এসব তথ্য সামনে আসছে, যখন বরিস জনসন নিজ দলের নেতাদের তোপের মুখে রয়েছেন।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০

করোনাকালে পানাহার অনুষ্ঠানের আয়োজন করে ইতিমধ্যেই বেকায়দায় রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ পরিস্থিতিতে আরও পার্টির খবর সামনে এসেছে। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় দুটি উৎসবের আয়োজন করা হয়েছিল।
দ্য টেলিগ্রাফের সংবাদে বলা হয়, ওই উৎসব আয়োজনে পানাহারের ব্যবস্থা ছিল, ছিল নাচের আয়োজন। তবে সেই সময় করোনা সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ছিল। নিয়ম অনুসারে ভিন্ন ভিন্ন বাড়িতে বসবাসরত মানুষদের একত্রে এমন আয়োজন করা যাবে না। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের কর্মীরা এমন আয়োজন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে ২০২১ সালের ১৬ এপ্রিলের এমন আয়োজনের কথা অস্বীকার করা হয়নি। তবে কার্যালয়ের পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়নি, বরিসের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস সø্যাক ওই অনুষ্ঠানে বিদায়ী ভাষণ দিয়েছিলেন কিনা। জেমস এই পদ ছেড়ে দ্য সানের উপ-সম্পাদকের দায়িত্ব নেন। এর আগে ওই অনুষ্ঠানে তিনি সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে ভাষণ দেন। তবে বরিস জনসন ওই আয়োজনে উপস্থিত ছিলেন না।
এমন সময়ে এসব তথ্য সামনে আসছে, যখন বরিস জনসন নিজ দলের নেতাদের তোপের মুখে রয়েছেন।