যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় ৩০ বছরে সর্বোচ্চ
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
যুক্তরাজ্যে ভোগ্যপণ্য ও জ্বালানির দাম ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হু-হু করে বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম। অর্থাৎ মুদ্রাস্ফীতির তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির জনজীবনে।
ব্লুগবার্গের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে গত বছরের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি বেড়ে পাঁচ দশমিক চার শতাংশে দাঁড়ায়। জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৯৯২ সালের পর যা সর্বোচ্চ। সে সময় মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল সাত দশমিক এক শতাংশ। বর্তমানে সবচেয়ে বেশি দাম বেড়েছে পরিবহন, খাদ্য, বেভারেজ, আসবাবপত্র, হাউজিং ও গৃহস্থালির পণ্যে।
বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, শিগগিরই গ্যাস ও বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, সব কিছুর দাম বাড়ায় মানুষ কিছু চাপের মুখে পড়েছে। তবে বিরোধী লেবার পার্টির দাবি, কর্মজীবী পরিবারগুলো আগের তুলনায় তিনগুণ বেশি আর্থিক চাপে পড়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

যুক্তরাজ্যে ভোগ্যপণ্য ও জ্বালানির দাম ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হু-হু করে বাড়ছে খাদ্য ও জ্বালানির দাম। অর্থাৎ মুদ্রাস্ফীতির তীব্র নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির জনজীবনে।
ব্লুগবার্গের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে গত বছরের ডিসেম্বরে মুদ্রাস্ফীতি বেড়ে পাঁচ দশমিক চার শতাংশে দাঁড়ায়। জাতীয় পরিসংখ্যান দপ্তর জানায়, ১৯৯২ সালের পর যা সর্বোচ্চ। সে সময় মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল সাত দশমিক এক শতাংশ। বর্তমানে সবচেয়ে বেশি দাম বেড়েছে পরিবহন, খাদ্য, বেভারেজ, আসবাবপত্র, হাউজিং ও গৃহস্থালির পণ্যে।
বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছেন, শিগগিরই গ্যাস ও বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, সব কিছুর দাম বাড়ায় মানুষ কিছু চাপের মুখে পড়েছে। তবে বিরোধী লেবার পার্টির দাবি, কর্মজীবী পরিবারগুলো আগের তুলনায় তিনগুণ বেশি আর্থিক চাপে পড়েছে।
শেয়ার করুন