ইয়েমেনে সৌদি জোটের হামলার নিন্দা জাতিসংঘের
রূপান্তর ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘অবিলম্বে ইয়েমেনে হামলা-আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন।’ পাশাপাশি এ ঘটনার তদন্তে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
গত শুক্রবার সকালে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদার একটি বন্দিশিবিরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানবহর। হামলায় শিশুসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে এএফপিকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের ইয়েমেন শাখা।
সাদা প্রদেশের ওই বন্দিশিবিরটিতেও উল্লেখযোগ্যসংখ্যক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের বেশ কয়েকজনও বিমান হামলায় হতাহত হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন ইয়েমেন শাখা।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘অবিলম্বে ইয়েমেনে হামলা-আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন।’ পাশাপাশি এ ঘটনার তদন্তে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
গত শুক্রবার সকালে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদার একটি বন্দিশিবিরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানবহর। হামলায় শিশুসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে এএফপিকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের ইয়েমেন শাখা।
সাদা প্রদেশের ওই বন্দিশিবিরটিতেও উল্লেখযোগ্যসংখ্যক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের বেশ কয়েকজনও বিমান হামলায় হতাহত হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন ইয়েমেন শাখা।
শেয়ার করুন