শ্রীলঙ্কায় তেল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান
রূপান্তর ডেস্ক | ২৩ মে, ২০২২ ০০:০০
বেশি দামে বিক্রির জন্য যারা ডিজেল ও পেট্রল কিনে মজুদ করছে, তাদের বিরুদ্ধে দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ। রাজধানী কলম্বোয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, আজ (গতকাল) রবিবার থেকে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে পুলিশ দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে।
পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া আরও বলেন, তাদের কাছে তথ্য আছে, বেশি দামে বিক্রির জন্য জ্বালানি কিনতে অনেকে গ্যাস স্টেশনগুলোতে ভিড় করছেন। গ্যাস স্টেশনগুলোতে জ্বালানি থাকা সত্ত্বেও মজুদকারী ক্রেতাদের জন্য দীর্ঘ লাইন লেগে যাওয়ায় সাধারণ ক্রেতাদের অসুবিধা হচ্ছে বলে জানান নিহাল থালদুয়া। এদিকে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ¦ালানিবিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, গত শনিবার রাতে পেট্রলবাহী একটি জাহাজ কলম্বোয় তেল নামানো শুরু করেছে। পেট্রলবাহী আরও একটি জাহাজ ২৫ মে কলম্বো বন্দরে এসে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ মে, ২০২২ ০০:০০

বেশি দামে বিক্রির জন্য যারা ডিজেল ও পেট্রল কিনে মজুদ করছে, তাদের বিরুদ্ধে দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ। রাজধানী কলম্বোয় পুলিশের এক মুখপাত্র বলেছেন, আজ (গতকাল) রবিবার থেকে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে পুলিশ দেশজুড়ে একটি অভিযান শুরু করেছে।
পুলিশের মুখপাত্র নিহাল থালদুয়া আরও বলেন, তাদের কাছে তথ্য আছে, বেশি দামে বিক্রির জন্য জ্বালানি কিনতে অনেকে গ্যাস স্টেশনগুলোতে ভিড় করছেন। গ্যাস স্টেশনগুলোতে জ্বালানি থাকা সত্ত্বেও মজুদকারী ক্রেতাদের জন্য দীর্ঘ লাইন লেগে যাওয়ায় সাধারণ ক্রেতাদের অসুবিধা হচ্ছে বলে জানান নিহাল থালদুয়া। এদিকে শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ¦ালানিবিষয়ক মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা জানান, গত শনিবার রাতে পেট্রলবাহী একটি জাহাজ কলম্বোয় তেল নামানো শুরু করেছে। পেট্রলবাহী আরও একটি জাহাজ ২৫ মে কলম্বো বন্দরে এসে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি।