সেনেগালে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু
রূপান্তর ডেস্ক | ২৭ মে, ২০২২ ০০:০০
সেনেগালের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। গত বুধবার রাতে এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
প্রেসিডেন্ট জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে।
তিনি বলেন, ‘এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।’
হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৭ মে, ২০২২ ০০:০০

সেনেগালের একটি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল। গত বুধবার রাতে এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
প্রেসিডেন্ট জানান, রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালের নবজাতক বিভাগে ওই অগ্নিকাণ্ড ঘটে।
তিনি বলেন, ‘এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের নিওনেটোলজি বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।’
হাসপাতালে অগ্নিকাণ্ডের ওই ঘটনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য ওই টুইটে দেননি প্রেসিডেন্ট ম্যাকি সাল। তবে সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী আবদুলায়ে দিউফ সার দেশটির বেসরকারি টিভি স্টেশন টিএফএমকে বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল।
শেয়ার করুন