খাসোগিকে হত্যার কথা স্বীকার করল সৌদি
অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর, ২০১৮ ১৪:৩০
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার কথা শেষ পর্যন্ত স্বীকার করেছে সৌদি আরব। এ ঘটনায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দিয়েছে। খবর: বিবিসি বাংলা।
সৌদি প্রসিকিউটর দপ্তর দাবি করেছে, কনস্যুলেটে জামাল খাসোগি ‘হাতাহাতিতে’ জড়িয়ে পড়লে তখন তার মৃত্যু হয়।
ঘটনার ব্যাপারে সৌদি গোয়েন্দা দপ্তরের উপ প্রধান আহমেদ আল আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ট সহযোগী সৌদ আল খাতানিকে বরখাস্ত করা কথাও সৌদি খবরে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র বলে বর্ণনা করেছেন।
এই প্রথম সৌদি আরব খাসোগিকে হত্যার কথা স্বীকার করল। এতোদিন বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিল সৌদি রাজ।
সৌদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন থেকে সৌদি আরব ঘটনাটি অস্বীকার করে আসছিল।
কিন্তু তুরস্কের কর্মকর্তাদের তদন্তে একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসে। তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সৌদি আরব আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপের মুখে পড়ে।
সেই প্রেক্ষাপটে ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর এসে সৌদি আরব ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটের ভেতরেই জামাল খাসোগির মৃত্যুর কথা স্বীকার করল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ অক্টোবর, ২০১৮ ১৪:৩০

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার কথা শেষ পর্যন্ত স্বীকার করেছে সৌদি আরব। এ ঘটনায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দিয়েছে। খবর: বিবিসি বাংলা।
সৌদি প্রসিকিউটর দপ্তর দাবি করেছে, কনস্যুলেটে জামাল খাসোগি ‘হাতাহাতিতে’ জড়িয়ে পড়লে তখন তার মৃত্যু হয়।
ঘটনার ব্যাপারে সৌদি গোয়েন্দা দপ্তরের উপ প্রধান আহমেদ আল আসিরি এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ট সহযোগী সৌদ আল খাতানিকে বরখাস্ত করা কথাও সৌদি খবরে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র বলে বর্ণনা করেছেন।
এই প্রথম সৌদি আরব খাসোগিকে হত্যার কথা স্বীকার করল। এতোদিন বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকার করে আসছিল সৌদি রাজ।
সৌদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। তখন থেকে সৌদি আরব ঘটনাটি অস্বীকার করে আসছিল।
কিন্তু তুরস্কের কর্মকর্তাদের তদন্তে একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসে। তখন বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। সৌদি আরব আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক চাপের মুখে পড়ে।
সেই প্রেক্ষাপটে ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর এসে সৌদি আরব ইস্তাম্বুলে তাদের কনস্যুলেটের ভেতরেই জামাল খাসোগির মৃত্যুর কথা স্বীকার করল।