সেই ফিলিস্তিনি প্রতিবাদীকে গুলি
অনলাইন ডেস্ক | ৬ নভেম্বর, ২০১৮ ১৬:৩৯
সম্প্রতি খালি গায়ে পতাকা হাতে বিক্ষোভকালে আয়েদের ছবি তোলেন আনাদলুর ফটোসাংবাদিক মুস্তাফা হাসৌনা
এক হাতে দেশের পতাকা ও অন্য হাতে গুলতি নিয়ে প্রতিবাদ করা সেই ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনার গুলিতে আহত হয়েছেন। সোমবার গাজায় এক বিক্ষোভে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে ওই যুবকের ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন তিনি।
তুরস্কের সংবাদসংস্থা আনাদলু জানায়, উত্তর গাজায় অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে গুলি চালায় ইসরায়েলি সেনারা। ওই সময় আয়েদ আবু ওমরের (২২) পায়ে গুলি লাগে। গত সাত মাস ধরে ইসরায়েল আরোপিত ভূমি, আকাশ ও সমুদ্রে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।
সম্প্রতি খালি গায়ে পতাকা হাতে বিক্ষোভকালে আয়েদের ছবি তোলেন আনাদলুর ফটোসাংবাদিক মুস্তাফা হাসৌনা। অনেকেই ছবিটিকে তুলনা করছেন ফরাসি বিপ্লবের বিখ্যাত চিত্রকর্ম ‘লিবার্টি লিডিং দ্য পিপল’-এর সঙ্গে। কেউ কেউ এ ছবিকে মিকেলেঞ্জেলো বুয়োনারতির বিখ্যাত ভাস্কর্য ‘ডেভিড’-এর সঙ্গেও তুলনা করেছেন।
ফরাসি বিপ্লবের বিখ্যাত চিত্রকর্ম ‘লিবার্টি লিডিং দ্য পিপল’
গাজা উপত্যকায় ইসরায়েলের দেওয়া নতুন বেষ্টনীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। তারা ওই অঞ্চলে ইসরায়েলের দেওয়া অবরোধেরও সমাপ্তি চেয়েছেন। ৭০ বছর আগে সেখান থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পর গত ১১ বছর ধরে নতুন অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল।
গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ২০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি। হতাহতদের মধ্যে সাংবাদিক ও স্বাস্থ্যসেবী রয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৬ নভেম্বর, ২০১৮ ১৬:৩৯

এক হাতে দেশের পতাকা ও অন্য হাতে গুলতি নিয়ে প্রতিবাদ করা সেই ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনার গুলিতে আহত হয়েছেন। সোমবার গাজায় এক বিক্ষোভে এ ঘটনা ঘটে। কিছুদিন আগে ওই যুবকের ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় আসেন তিনি।
তুরস্কের সংবাদসংস্থা আনাদলু জানায়, উত্তর গাজায় অবরোধের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলাকালে গুলি চালায় ইসরায়েলি সেনারা। ওই সময় আয়েদ আবু ওমরের (২২) পায়ে গুলি লাগে। গত সাত মাস ধরে ইসরায়েল আরোপিত ভূমি, আকাশ ও সমুদ্রে অবরোধের প্রতিবাদে বিক্ষোভ করছে ফিলিস্তিনিরা।
সম্প্রতি খালি গায়ে পতাকা হাতে বিক্ষোভকালে আয়েদের ছবি তোলেন আনাদলুর ফটোসাংবাদিক মুস্তাফা হাসৌনা। অনেকেই ছবিটিকে তুলনা করছেন ফরাসি বিপ্লবের বিখ্যাত চিত্রকর্ম ‘লিবার্টি লিডিং দ্য পিপল’-এর সঙ্গে। কেউ কেউ এ ছবিকে মিকেলেঞ্জেলো বুয়োনারতির বিখ্যাত ভাস্কর্য ‘ডেভিড’-এর সঙ্গেও তুলনা করেছেন।

ফরাসি বিপ্লবের বিখ্যাত চিত্রকর্ম ‘লিবার্টি লিডিং দ্য পিপল’
গাজা উপত্যকায় ইসরায়েলের দেওয়া নতুন বেষ্টনীর বিরুদ্ধে বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। তারা ওই অঞ্চলে ইসরায়েলের দেওয়া অবরোধেরও সমাপ্তি চেয়েছেন। ৭০ বছর আগে সেখান থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পর গত ১১ বছর ধরে নতুন অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল।
গত ৩০ মার্চ থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত কমপক্ষে ২০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি। হতাহতদের মধ্যে সাংবাদিক ও স্বাস্থ্যসেবী রয়েছেন।