দাবির মুখে ন্যুনতম মজুরি বৃদ্ধির ঘোষণা ম্যাখোঁর
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৬
ইয়োলো ভেস্ট বিক্ষোভকারীদের দাবির মুখে ন্যুনতম মজুরি বৃদ্ধি এবং পেনসনভোগীদের ওপর কর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ।
আলজাজিরা জানায়, সোমবার এক টেলিভিশন ভাষণে ম্যাখোঁ প্রতিশ্রুতি দেন ২০১৯ সাল থেকে শ্রমিকদের মজুরীর সাথে প্রতি মাসে একশ ইউরো বৃদ্ধি পাবে এবং এরজন্য মালিকদের কোন অতিরিক্ত খরচ দিতে হবে না। সেইসঙ্গে ওভারটাইমের ওপরে কর রহিত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দিব। দ্রুত কর নীতি কাঁটছাট করে আমরা ব্যয়খাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসব। তবে বিপরীত কোন সিদ্ধান্ত আমরা নিব না।
পেনশনের জ্বালানি তেলের ওপর কর আরোপের প্রতিবাদে ১৭ নভেম্বর থেকে প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে বিক্ষোভ সৃষ্টি করে ইয়োলো ভেস্টধারীরা। তিন সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত হন কয়েক শ বিক্ষোভকারী।
একপর্যায়ে শুধু জ্বালানি তেলের ওপর কর বাতিলই নয়, সরকারের প্রতি তারা ন্যুনতম পেনশন, কর ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, অবসরের বয়সসীমা কমানোসহ ৪০টিরও বেশি দাবি-দাওয়া জানান। শনিবার লক্ষাধিক বিক্ষোভকারী রাস্তায় নামলে ফের সংঘর্ষ সৃষ্টি হলে ম্যাঁখোর পদত্যাগের দাবিও ওঠে।
এর আগে আরেক ভাষণে জ্বালানির ওপর কর পুনর্বিবেচনা করা হবে বললেও বিক্ষোভ চালিয়ে যায় ইয়োলো ভেস্টরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৬

ইয়োলো ভেস্ট বিক্ষোভকারীদের দাবির মুখে ন্যুনতম মজুরি বৃদ্ধি এবং পেনসনভোগীদের ওপর কর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁ।
আলজাজিরা জানায়, সোমবার এক টেলিভিশন ভাষণে ম্যাখোঁ প্রতিশ্রুতি দেন ২০১৯ সাল থেকে শ্রমিকদের মজুরীর সাথে প্রতি মাসে একশ ইউরো বৃদ্ধি পাবে এবং এরজন্য মালিকদের কোন অতিরিক্ত খরচ দিতে হবে না। সেইসঙ্গে ওভারটাইমের ওপরে কর রহিত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনীয়তার দিকে গুরুত্ব দিব। দ্রুত কর নীতি কাঁটছাট করে আমরা ব্যয়খাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসব। তবে বিপরীত কোন সিদ্ধান্ত আমরা নিব না।
পেনশনের জ্বালানি তেলের ওপর কর আরোপের প্রতিবাদে ১৭ নভেম্বর থেকে প্যারিসসহ ফ্রান্সের একাধিক শহরে বিক্ষোভ সৃষ্টি করে ইয়োলো ভেস্টধারীরা। তিন সপ্তাহ ধরে চলা এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত হন কয়েক শ বিক্ষোভকারী।
একপর্যায়ে শুধু জ্বালানি তেলের ওপর কর বাতিলই নয়, সরকারের প্রতি তারা ন্যুনতম পেনশন, কর ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন, অবসরের বয়সসীমা কমানোসহ ৪০টিরও বেশি দাবি-দাওয়া জানান। শনিবার লক্ষাধিক বিক্ষোভকারী রাস্তায় নামলে ফের সংঘর্ষ সৃষ্টি হলে ম্যাঁখোর পদত্যাগের দাবিও ওঠে।
এর আগে আরেক ভাষণে জ্বালানির ওপর কর পুনর্বিবেচনা করা হবে বললেও বিক্ষোভ চালিয়ে যায় ইয়োলো ভেস্টরা।