ফিরে যাওয়া রোহিঙ্গাদের ভারতের ৫০টি ঘর
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৬
বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের জন্য ৫০টি ঘর করে দিয়েছে ভারত।
বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের জন্য ৫০টি ঘর করে দিয়েছে ভারত। ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার ঘরগুলো নির্যাতিতদের কাছে হস্তান্তর করেছেন। মিয়ানমারে ফিরে যাওয়া রোহিঙ্গাদের একে একে ২৫০টি ঘর করে দেবে ভারত।
মিয়ানমার তাদের সংখ্যালঘু আদিবাসী রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না। তারা এই সম্প্রদায়কে বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে বর্ণনা করে থাকে। তাদের তাড়াতে গত কয়েক বছর ধরে নির্মম নির্যাতন চালাচ্ছে দেশটি। প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বিরাট একটা অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
গত বছর ‘রাখাইন রাজ্য উন্নয়ন কর্মসূচি’ নামে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও মিয়ানমার। এ চুক্তি অনুযায়ী ফেরত আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাড়ি নির্মাণে মিয়ানমারকে সহায়তা দিচ্ছে দেশটি।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতি বলেন, ‘সব ধরনের চুক্তি বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধীরে ধীরে সব প্রক্রিয়া শেষ করা হবে।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত কোবিন্দ মিয়ানমারের রাষ্ট্রপতি উ উইন মিয়ান্ট ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি'র সঙ্গে বৈঠক ছাড়াও বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:৩৬

বাংলাদেশ থেকে ফিরে যাওয়া রোহিঙ্গাদের জন্য ৫০টি ঘর করে দিয়েছে ভারত। ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মঙ্গলবার ঘরগুলো নির্যাতিতদের কাছে হস্তান্তর করেছেন। মিয়ানমারে ফিরে যাওয়া রোহিঙ্গাদের একে একে ২৫০টি ঘর করে দেবে ভারত।
মিয়ানমার তাদের সংখ্যালঘু আদিবাসী রোহিঙ্গাদের স্বীকৃতি দেয় না। তারা এই সম্প্রদায়কে বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশের অবৈধ অভিবাসী বলে বর্ণনা করে থাকে। তাদের তাড়াতে গত কয়েক বছর ধরে নির্মম নির্যাতন চালাচ্ছে দেশটি। প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বিরাট একটা অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
গত বছর ‘রাখাইন রাজ্য উন্নয়ন কর্মসূচি’ নামে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত ও মিয়ানমার। এ চুক্তি অনুযায়ী ফেরত আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাড়ি নির্মাণে মিয়ানমারকে সহায়তা দিচ্ছে দেশটি।
বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রপতি বলেন, ‘সব ধরনের চুক্তি বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধীরে ধীরে সব প্রক্রিয়া শেষ করা হবে।’
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ১৪ ডিসেম্বর পর্যন্ত কোবিন্দ মিয়ানমারের রাষ্ট্রপতি উ উইন মিয়ান্ট ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি'র সঙ্গে বৈঠক ছাড়াও বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন।