ফ্রান্সে ক্রিসমাস মার্কেটে গুলিতে নিহত ৩
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১০:১৭
বন্দুকধারী দুই দফা পুলিশের হাত ফসকে গেছে। ছবি: দ্য লোকাল
ফ্রান্সের স্ট্রসবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টানের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বন্দুক হামলার ঘটনায় সন্ধ্যায় শপিং করতে আসা লোকজন নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে থাকে। হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দুকধারী দুই দফা পুলিশের হাত ফসকে গেছে। সে পুলিশের নিরাপত্তা জালের ফাঁক গলিয়ে পালিয়েছে।
রাতেই স্ট্রসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা সতর্কতা জারি এবং সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে।
ক্যাস্টানের আরো বলেন, “এ ধরনের হামলা প্রতিরোধে আমরা সব ক্রিসমাস মার্কেটে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন বাড়িয়েছি।’
হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত শুরু করেছে প্রসিকিউটর কার্যালয়। বন্দুকধারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য ও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
হামলাকারী ২৯ বছর বয়সী এক ব্যক্তি বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের ‘নিরাপত্তা ঝুকি’র তালিকায় ওই ব্যক্তির নাম আছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ১০:১৭

ফ্রান্সের স্ট্রসবার্গ শহরে ক্রিসমাস মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ ক্যাস্টানের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এই বন্দুক হামলার ঘটনায় সন্ধ্যায় শপিং করতে আসা লোকজন নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে থাকে। হামলাকারীকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দুকধারী দুই দফা পুলিশের হাত ফসকে গেছে। সে পুলিশের নিরাপত্তা জালের ফাঁক গলিয়ে পালিয়েছে।
রাতেই স্ট্রসবার্গে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা সতর্কতা জারি এবং সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করেছে।
ক্যাস্টানের আরো বলেন, “এ ধরনের হামলা প্রতিরোধে আমরা সব ক্রিসমাস মার্কেটে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন বাড়িয়েছি।’
হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত শুরু করেছে প্রসিকিউটর কার্যালয়। বন্দুকধারীকে ধরতে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য ও দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
হামলাকারী ২৯ বছর বয়সী এক ব্যক্তি বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের ‘নিরাপত্তা ঝুকি’র তালিকায় ওই ব্যক্তির নাম আছে।