আস্থা ভোটে টিকে গেলেন মে
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৯
থেরেসা মে আস্থা ভোটে হেরে গেলে দলীয় প্রধানের পদ হারানোর পাশাপাশি খোয়াতেন প্রধানমন্ত্রিত্বও। ছবি: বিবিসি
ব্রেক্সিট নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র। নিজ দল কনজারভেটিভ পার্টিতেও পড়েছেন আস্থা ভোটের মুখে। অবশ্য এই যাত্রায় বেঁচে গেছেন তিনি।
বুধবার রাতে ভোটাভুটিতে তার পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে ১১৭ ভোট। গোপন আস্থা ভোটে ৬৩ শতাংশ কনজারভেটিভ এমপি ছিলেন মে’র পক্ষে আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা (ব্রেক্সিট) নিয়ে গণভোটের পর ২০১৬ সালে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি কনজারভেটিভ দলপ্রধানেরও দায়িত্ব নিয়েছিলেন মে। আস্থা ভোটে হেরে গেলে দলীয় প্রধানের পদ হারানোর পাশাপাশি খোয়াতেন প্রধানমন্ত্রিত্বও।
আগাম নির্বাচন দিয়ে বেশকিছু আসন হারানোয় গত বছরও তার নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
আস্থা ভোটে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী আগামী এক বছর দলে তার বিরুদ্ধে নতুন করে আস্থা প্রস্তাব আনা যাবে না। নেতৃত্বের লড়াইয়ে টিকে গেলেও ব্রেক্সিট এখনো গলার কাঁটা হয়েই রয়ে গেছে মে’র জন্য।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ০৯:২৯

ব্রেক্সিট নিয়ে শ্যাম রাখি না কুল রাখি অবস্থা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র। নিজ দল কনজারভেটিভ পার্টিতেও পড়েছেন আস্থা ভোটের মুখে। অবশ্য এই যাত্রায় বেঁচে গেছেন তিনি।
বুধবার রাতে ভোটাভুটিতে তার পক্ষে পড়েছে ২০০ ভোট আর বিপক্ষে ১১৭ ভোট। গোপন আস্থা ভোটে ৬৩ শতাংশ কনজারভেটিভ এমপি ছিলেন মে’র পক্ষে আর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসা (ব্রেক্সিট) নিয়ে গণভোটের পর ২০১৬ সালে প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি কনজারভেটিভ দলপ্রধানেরও দায়িত্ব নিয়েছিলেন মে। আস্থা ভোটে হেরে গেলে দলীয় প্রধানের পদ হারানোর পাশাপাশি খোয়াতেন প্রধানমন্ত্রিত্বও।
আগাম নির্বাচন দিয়ে বেশকিছু আসন হারানোয় গত বছরও তার নেতৃত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
আস্থা ভোটে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী আগামী এক বছর দলে তার বিরুদ্ধে নতুন করে আস্থা প্রস্তাব আনা যাবে না। নেতৃত্বের লড়াইয়ে টিকে গেলেও ব্রেক্সিট এখনো গলার কাঁটা হয়েই রয়ে গেছে মে’র জন্য।