ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৪ ফিলিস্তিনি নিহত
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:০০
দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ২৪ ঘণ্টার মধ্যে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার পশ্চিম রামাল্লার ওফরা বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় দুই ইসরায়েলি নিহত হয়। এরপর শহরটিকে সামরিক অঞ্চল ঘোষণা করে একাধিক অভিযান চালায় ইসরায়েল।
স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, এক ফিলিস্তিনি একটি গাড়িতে হামলা চালালে ওই দুই ইসরায়েলি গুরুতর আহত হয়। অল্প সময়ের মধ্যে তারা মারা যায়।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রামাল্লায় প্রবেশপথ এবং আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
এদিকে রামাল্লায় ইসরায়েলিদের ওপর হামলাকে স্বাগত জানিয়েছে হামাস। অবরুদ্ধ গাজা অঞ্চলের সরকারের দায়িত্বে থাকা প্রতিরোধ সংগঠনটির মতে, এ হামলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় পশ্চিম তীরে এখনো প্রতিরোধের শিখা জ্বলন্ত আছে।
হামাস বলছে, “দখলদারদের বিরুদ্ধে পশ্চিম তীরের এই প্রতিরোধ পুরো ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীকে পরাজিত করতে ছড়িয়ে পড়বে এবং একদিন আমাদের অধিকার পুনরুদ্ধার করব।”
এদিকে পশ্চিম তীরে অনুমোদনহীন গড়ে ওঠা ইহুদি বসতিকে বৈধতা দেবেন বলে অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:০০
দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ২৪ ঘণ্টার মধ্যে চার ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সেনারা।
আলজাজিরা জানায়, বৃহস্পতিবার পশ্চিম রামাল্লার ওফরা বসতির কাছে এক ফিলিস্তিনির হামলায় দুই ইসরায়েলি নিহত হয়। এরপর শহরটিকে সামরিক অঞ্চল ঘোষণা করে একাধিক অভিযান চালায় ইসরায়েল।
স্থানীয় সংবাদমাধ্যমে জানায়, এক ফিলিস্তিনি একটি গাড়িতে হামলা চালালে ওই দুই ইসরায়েলি গুরুতর আহত হয়। অল্প সময়ের মধ্যে তারা মারা যায়।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা রামাল্লায় প্রবেশপথ এবং আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
এদিকে রামাল্লায় ইসরায়েলিদের ওপর হামলাকে স্বাগত জানিয়েছে হামাস। অবরুদ্ধ গাজা অঞ্চলের সরকারের দায়িত্বে থাকা প্রতিরোধ সংগঠনটির মতে, এ হামলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় পশ্চিম তীরে এখনো প্রতিরোধের শিখা জ্বলন্ত আছে।
হামাস বলছে, “দখলদারদের বিরুদ্ধে পশ্চিম তীরের এই প্রতিরোধ পুরো ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীকে পরাজিত করতে ছড়িয়ে পড়বে এবং একদিন আমাদের অধিকার পুনরুদ্ধার করব।”
এদিকে পশ্চিম তীরে অনুমোদনহীন গড়ে ওঠা ইহুদি বসতিকে বৈধতা দেবেন বলে অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা হবে বলে তিনি ঘোষণা দিয়েছিলেন।