কংগ্রেসে বিল পাস
রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানকে ‘গণহত্যা’ বলল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩
সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিপীড়নমূলক অপরাধকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, রিপাবলিকান পার্টির প্রতিনিধি স্টিভ চ্যাবট এই বিলটি উত্থাপন করেন।
তিনি বলেন, বার্মিজ সামরিক বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত করেছে এবং দেশটির সরকার রয়টার্সের দুই সাংবাদিককে কারারুদ্ধ করে রেখেছে।
এই বলে তিনি পরিষদের আইনপ্রণেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বিলটিতে সমর্থন দেয়ার জন্য। ৩৯৪-১ ভোটে বিলটি পাস হয় প্রতিনিধি পরিষদে।
বিলটি পাস হওয়ার পর চ্যাবট বলেন, “আমি আমার সহকর্মী বন্ধুদের সাধুবাদ জানাচ্ছি মিয়ানমারের এ হামলাকে গণহত্যা বলে অনুমোদন দিয়ে আমাকে সমর্থন দেয়ার জন্য।”
এই বিলটি পাস করার পাশাপাশি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এই গণহত্যার নিন্দাও জানানো হয়।
প্রসঙ্গত, ‘জঙ্গি হামলার’ অভিযোগ তুলে ২০১৭ সালের আগস্টে রাখাইনে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে স্থানীয় বৌদ্ধরা যোগ দিলে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়।
এই অভিযানে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। হত্যাকাণ্ড ছাড়াও নারী-শিশুদের ওপর নিপীড়ন, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট চালায় মিয়ানমার বাহিনী। রোহিঙ্গা গণহত্যা উদাহরণ হিসেবে পাঠ্যপুস্তকে উল্লেখ করার মতো বলে জানায় জাতিসংঘ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১৩

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিপীড়নমূলক অপরাধকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, রিপাবলিকান পার্টির প্রতিনিধি স্টিভ চ্যাবট এই বিলটি উত্থাপন করেন।
তিনি বলেন, বার্মিজ সামরিক বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটিত করেছে এবং দেশটির সরকার রয়টার্সের দুই সাংবাদিককে কারারুদ্ধ করে রেখেছে।
এই বলে তিনি পরিষদের আইনপ্রণেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বিলটিতে সমর্থন দেয়ার জন্য। ৩৯৪-১ ভোটে বিলটি পাস হয় প্রতিনিধি পরিষদে।
বিলটি পাস হওয়ার পর চ্যাবট বলেন, “আমি আমার সহকর্মী বন্ধুদের সাধুবাদ জানাচ্ছি মিয়ানমারের এ হামলাকে গণহত্যা বলে অনুমোদন দিয়ে আমাকে সমর্থন দেয়ার জন্য।”
এই বিলটি পাস করার পাশাপাশি রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের এই গণহত্যার নিন্দাও জানানো হয়।
প্রসঙ্গত, ‘জঙ্গি হামলার’ অভিযোগ তুলে ২০১৭ সালের আগস্টে রাখাইনে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। তাদের সঙ্গে স্থানীয় বৌদ্ধরা যোগ দিলে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়।
এই অভিযানে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দাবি করেছে। হত্যাকাণ্ড ছাড়াও নারী-শিশুদের ওপর নিপীড়ন, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট চালায় মিয়ানমার বাহিনী। রোহিঙ্গা গণহত্যা উদাহরণ হিসেবে পাঠ্যপুস্তকে উল্লেখ করার মতো বলে জানায় জাতিসংঘ।