চারতলা থেকে পড়ে উপস্থাপিকার রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২১:২১
রাধিকা কৌশিক। ছবি: ফেসবুক
ভারতের একটি বেসরকারি টিভির উপস্থাপিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গভীর রাতে চারতলা থেকে পড়ে যান তিনি। নিহত রাধিকা কৌশিকের পরিবার দাবি করছে, আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়; এটি খুন। খবর এনডিটিভির।
নয়ডা সেক্টর ৭৭-এ অন্তরীক্ষ ফরেস্টে থাকতেন রাধিকা। রাত সাড়ে তিনটায় পড়ে যাওয়ার সময় তার সঙ্গে সহকর্মী রাহুল অবস্তী ছিলেন। দুজনই মদ্যপ ছিলেন। রাহুলকে ঘিরে অভিযোগের ডালপালা মেলছে।
ঘটনার পর বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশকে খবর দেন। রাহুলের দাবি, রাধিকা তাকে ফোনে জানিয়েছিল যে সে আত্মহত্যা করতে যাচ্ছে।
‘‘ফোন পেয়ে আমি ওর বাড়িতে আসি। কিন্তু সে আমাকে কোনো সুযোগ না দিয়েই ঝাঁপ দেয়,’’ পুলিশকে বলেছেন রাহুল।
পুলিশ জানিয়েছে, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেওয়া হয়েছে রাধিকার ফোন থেকে। রাহুল এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।
রাধিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২১:২১

রাধিকা কৌশিক। ছবি: ফেসবুক
ভারতের একটি বেসরকারি টিভির উপস্থাপিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গভীর রাতে চারতলা থেকে পড়ে যান তিনি। নিহত রাধিকা কৌশিকের পরিবার দাবি করছে, আত্মহত্যা কিংবা দুর্ঘটনা নয়; এটি খুন। খবর এনডিটিভির।
নয়ডা সেক্টর ৭৭-এ অন্তরীক্ষ ফরেস্টে থাকতেন রাধিকা। রাত সাড়ে তিনটায় পড়ে যাওয়ার সময় তার সঙ্গে সহকর্মী রাহুল অবস্তী ছিলেন। দুজনই মদ্যপ ছিলেন। রাহুলকে ঘিরে অভিযোগের ডালপালা মেলছে।
ঘটনার পর বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশকে খবর দেন। রাহুলের দাবি, রাধিকা তাকে ফোনে জানিয়েছিল যে সে আত্মহত্যা করতে যাচ্ছে।
‘‘ফোন পেয়ে আমি ওর বাড়িতে আসি। কিন্তু সে আমাকে কোনো সুযোগ না দিয়েই ঝাঁপ দেয়,’’ পুলিশকে বলেছেন রাহুল।
পুলিশ জানিয়েছে, বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেওয়া হয়েছে রাধিকার ফোন থেকে। রাহুল এখনও পুলিশি হেফাজতে রয়েছেন।
রাধিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শেয়ার করুন