আমি জানি কীভাবে কাটতে হয়: খাসোগির খুনি
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫৪
সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার একটি অডিও পেয়েছে তুরস্ক। ছবি: টুইটার
তুর্কি গোয়েন্দাদের হাতে আসা একটি অডিওতে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার রোমহর্ষক মুহূর্তের বর্ণনা পাওয়া গেছে। অডিওটি যুক্তরাষ্ট্রকেও দিয়েছে দেশটি।
অডিওর কিছু কথা সাংবাদিকদের জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। অডিওতে একজন ঘাতককে বলতে শোনা যায়, ‘‘আমি জানি কীভাবে কাটতে হয়।’’
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি।
তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাসোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।
‘‘যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, সবাইকে আমরা শুনিয়েছি। লোকটি স্পষ্টভাবে বলছে- কীভাবে কাটতে হয় সেটি আমি জানি। এই লোকটি সৈনিক। সবকিছু অডিওতে আছে,’’ ইস্তাম্বুলে এক বক্তৃতায় বলছিলেন এরদোয়ান।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০১৮ ০৯:৫৪

তুর্কি গোয়েন্দাদের হাতে আসা একটি অডিওতে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার রোমহর্ষক মুহূর্তের বর্ণনা পাওয়া গেছে। অডিওটি যুক্তরাষ্ট্রকেও দিয়েছে দেশটি।
অডিওর কিছু কথা সাংবাদিকদের জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। অডিওতে একজন ঘাতককে বলতে শোনা যায়, ‘‘আমি জানি কীভাবে কাটতে হয়।’’
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি।
বিয়ে সংক্রান্ত কাজে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। শুরুতে তার নিখোঁজের অভিযোগ অস্বীকার করে সৌদি।
তবে সংবাদমাধ্যমে তুর্কি গোয়েন্দাদের একের পর এক ‘তথ্য ফাঁসে’র মুখে ১৯ অক্টোবর খাসোগি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। যদিও এর সঙ্গে সৌদি যুবরাজের কোনো সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করে।
‘‘যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, সবাইকে আমরা শুনিয়েছি। লোকটি স্পষ্টভাবে বলছে- কীভাবে কাটতে হয় সেটি আমি জানি। এই লোকটি সৈনিক। সবকিছু অডিওতে আছে,’’ ইস্তাম্বুলে এক বক্তৃতায় বলছিলেন এরদোয়ান।