যুদ্ধবিরতির ‘কয়েক মিনিটের’ মধ্যেই ইয়েমেনে সংঘর্ষ
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৬
হুদায়দাহ ইয়েমেনের চতুর্থ বড় শহর।
যুদ্ধবিরতির কয়েক মিনিট যেতে না যেতে ইয়েমেনের একটি অঞ্চলে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারপন্থী এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে বিবিসি।
বন্দরনগরী হুদায়দাহে মঙ্গলবার গভীর রাতে সরকারপন্থীদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় হুতি বিদ্রোহীরা। কিন্তু কিছুক্ষণ পরই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায়।
হুদায়দাহের পূর্বাংশে অবস্থানরত সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীরা আক্রমণ চালায় বলে অভিযোগ।
আরব বিশ্বের সবচেয়ে গরীব দেশ ইয়েমেন। গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইয়েমেনের লড়াইয়ের শুরুটা হয় আরব বসন্ত দিয়ে, যার মাধ্যমে আসলে দেশটিতে স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার কিছুই হয়নি।
আল-কায়েদার হামলা, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এর বাইরে দুর্নীতি, বেকারত্ব আর খাদ্য সংকট তো রয়েছেই।
নতুন প্রেসিডেন্টের দুর্বলতার সুযোগে হুতি আন্দোলনের কর্মীরা কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
গত বৃহস্পতিবার দুই পক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানায় জাতিসংঘ। তাতে সাড়া মিললে যুদ্ধবিরতির আশা জাগে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অঙ্কুরে নষ্ট হয়ে যাওয়ার পথে।
হুদায়দাহ ইয়েমেনের চতুর্থ বড় শহর। ২০১৪ সালে বিদ্রোহীরা এই অঞ্চলের দখল নেয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৬

যুদ্ধবিরতির কয়েক মিনিট যেতে না যেতে ইয়েমেনের একটি অঞ্চলে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারপন্থী এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে বিবিসি।
বন্দরনগরী হুদায়দাহে মঙ্গলবার গভীর রাতে সরকারপন্থীদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় হুতি বিদ্রোহীরা। কিন্তু কিছুক্ষণ পরই বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যায়।
হুদায়দাহের পূর্বাংশে অবস্থানরত সরকারি বাহিনীর ওপর বিদ্রোহীরা আক্রমণ চালায় বলে অভিযোগ।
আরব বিশ্বের সবচেয়ে গরীব দেশ ইয়েমেন। গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।
ইয়েমেনের লড়াইয়ের শুরুটা হয় আরব বসন্ত দিয়ে, যার মাধ্যমে আসলে দেশটিতে স্থিতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার কিছুই হয়নি।
আল-কায়েদার হামলা, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এর বাইরে দুর্নীতি, বেকারত্ব আর খাদ্য সংকট তো রয়েছেই।
নতুন প্রেসিডেন্টের দুর্বলতার সুযোগে হুতি আন্দোলনের কর্মীরা কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
গত বৃহস্পতিবার দুই পক্ষকে আলোচনায় বসতে আহ্বান জানায় জাতিসংঘ। তাতে সাড়া মিললে যুদ্ধবিরতির আশা জাগে। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা অঙ্কুরে নষ্ট হয়ে যাওয়ার পথে।
হুদায়দাহ ইয়েমেনের চতুর্থ বড় শহর। ২০১৪ সালে বিদ্রোহীরা এই অঞ্চলের দখল নেয়।