জলবায়ু সম্মেলন
গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সম্মত ইইউ
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৩
এক দশকের মধ্যে গাড়ি থেকে কার্বন নির্গমন ৩৭ দশমিক ৫ শতাংশ কমাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার পরিবেশ সচেতন আইনপ্রণেতা এবং গাড়িনির্মাতা দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ইইউ এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে স্ট্রেইটস টাইমস।
গত কয়েক মাস ধরেই কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে ইইউ দেশগুলো দ্বিধাবিভক্ত ছিল। কীভাবে গাড়ি থেকে কার্বন নির্গমন কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ গ্রিনহাউস গ্যাস কমানোর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক চলে দেশগুলোর মধ্যে।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে জার্মানি সবচেয়ে বেশি গাড়ি নির্মাণ করে। ২০১৭ সালে দেশটির গাড়ি নির্মাণ খাতে মোট ৬৫৯ বিলিয়ন ডলার লেনদেন হয়।
দেশটি সতর্ক করে জানায়, অধিক ইলেকট্রিক গাড়ি ব্যবহারের ফলে জার্মানির বর্তমান অর্থনীতি হুমকির মুখে এবং অনেকে চাকরি হারাতে পারে।
ইউরোপীয়ান পার্লামেন্ট এবং ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা গত সোমবার টানা নয় ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্তে আসে।
নতুন এই সিদ্ধান্ত অনুসারে ২০২১ সাল নয়, ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৩৭ দশমিক ৫ শতাংশ কমিয়ে আনা হবে। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে গাড়ি এবং ভ্যান থেকে ১৫ শতাংশ কার্বন নির্গমনের মাত্রা কমানোর ব্যাপারেও চুক্তি হয়।
তবে ব্রাসেলসভিত্তিক গ্রিন লবি গ্রুপ ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই চুক্তিকে আশাব্যাঞ্জক নয় বলে উল্লেখ করে।
পরিবেশবাদী সংস্থাগুলোর মতে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা পৃথিবীর ক্ষতি কমানোর ব্যাপারে অনেক দীর্ঘমেয়াদী।
আরও কম সময়ের মধ্যে বিশ্বনেতাদের কার্বন নির্গমন কমানোর সিদ্ধান্ত নিতে হবে বলেও তারা জানায়।
মূলত, ইইউর এর আগের প্রস্তাবনায় ২০২১ সালের মধ্যে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা ছিল।
ইইউ জলবায়ু কমিশনার মিগুয়েল আরিস ক্যানেটে বলেন, কাটোউইসে (পোল্যান্ড) সপ্তাহব্যাপী আলোচনা শেষে আজকের এই সফল সিদ্ধান্ত আরও একবার প্যারিস চুক্তির প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি প্রমাণ করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০১৮ ১৯:০৩

এক দশকের মধ্যে গাড়ি থেকে কার্বন নির্গমন ৩৭ দশমিক ৫ শতাংশ কমাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার পরিবেশ সচেতন আইনপ্রণেতা এবং গাড়িনির্মাতা দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ইইউ এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে স্ট্রেইটস টাইমস।
গত কয়েক মাস ধরেই কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে ইইউ দেশগুলো দ্বিধাবিভক্ত ছিল। কীভাবে গাড়ি থেকে কার্বন নির্গমন কমিয়ে ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ গ্রিনহাউস গ্যাস কমানোর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক চলে দেশগুলোর মধ্যে।
ইউরোপীয় ইউনিয়নের বাজারে জার্মানি সবচেয়ে বেশি গাড়ি নির্মাণ করে। ২০১৭ সালে দেশটির গাড়ি নির্মাণ খাতে মোট ৬৫৯ বিলিয়ন ডলার লেনদেন হয়।
দেশটি সতর্ক করে জানায়, অধিক ইলেকট্রিক গাড়ি ব্যবহারের ফলে জার্মানির বর্তমান অর্থনীতি হুমকির মুখে এবং অনেকে চাকরি হারাতে পারে।
ইউরোপীয়ান পার্লামেন্ট এবং ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা গত সোমবার টানা নয় ঘণ্টা আলোচনার পর সিদ্ধান্তে আসে।
নতুন এই সিদ্ধান্ত অনুসারে ২০২১ সাল নয়, ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৩৭ দশমিক ৫ শতাংশ কমিয়ে আনা হবে। পাশাপাশি ২০২৫ সালের মধ্যে গাড়ি এবং ভ্যান থেকে ১৫ শতাংশ কার্বন নির্গমনের মাত্রা কমানোর ব্যাপারেও চুক্তি হয়।
তবে ব্রাসেলসভিত্তিক গ্রিন লবি গ্রুপ ট্রান্সপোর্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই চুক্তিকে আশাব্যাঞ্জক নয় বলে উল্লেখ করে।
পরিবেশবাদী সংস্থাগুলোর মতে, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা পৃথিবীর ক্ষতি কমানোর ব্যাপারে অনেক দীর্ঘমেয়াদী।
আরও কম সময়ের মধ্যে বিশ্বনেতাদের কার্বন নির্গমন কমানোর সিদ্ধান্ত নিতে হবে বলেও তারা জানায়।
মূলত, ইইউর এর আগের প্রস্তাবনায় ২০২১ সালের মধ্যে কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা ছিল।
ইইউ জলবায়ু কমিশনার মিগুয়েল আরিস ক্যানেটে বলেন, কাটোউইসে (পোল্যান্ড) সপ্তাহব্যাপী আলোচনা শেষে আজকের এই সফল সিদ্ধান্ত আরও একবার প্যারিস চুক্তির প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি প্রমাণ করে।