নির্বাচনের ৫ মাস আগে বেলজিয়াম প্রধানমন্ত্রীর পদত্যাগ
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৬
জাতিসংঘের অভিবাসন চুক্তিতে সায় দেওয়ার পর বিপাকে পড়েন মিশেল। ছবি: ফেসবুক
অভিবাসন বিতর্ক নিয়ে নির্বাচনের পাঁচ মাস আগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল।
জাতিসংঘের অভিবাসন চুক্তিতে সায় দেওয়ার পর বিপাকে পড়েন মিশেল। গত সপ্তাহে মরক্কোয় জাতিসংঘের অভিবাসন চুক্তিতে বেলজিয়াম স্বাক্ষর করে। তার প্রতিবাদে ক্ষমতাসীন জোট ছাড়ে জাতীয়তাবাদী নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ)। এই চুক্তিতে যাওয়ার আগে দেশের জনগণের মতামত নেওয়া দরকার ছিল বলে মনে করে ফ্লেমিশ ন্যাশনালিস্ট পার্টি।
মঙ্গলবার বিকেলে মিশেল বেলজিয়ামের রাজাকে নিজের সিদ্ধান্তের কথা জানান। রাজা এখনো পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে কিছু জানাননি।
২০১৯ সালের মে মাসে বেলজিয়ামের নির্বাচন হওয়ার কথা। ২০১৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন ৪২ বছর বয়সী মিশেল। গত ৩৮ বছরে তিনিই দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
জুলাইতে জাতিসংঘের ১৯৬টি দেশ শরণার্থী ও অভিবাসীদের অধিকার রক্ষা, পুনর্বাসন, শিক্ষা ও কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে একমত হয়। শেষ পর্যন্ত ১৬৪টি দেশ চুক্তিতে আসে। আমেরিকা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ডের মতো দেশ চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়।
বেলজিয়াম চুক্তিতে সম্মত হওয়ায় এন-ভিএসহ দেশটির ফ্লেমিশ ডানপন্থি দলগুলো ব্রাসেলসে বিক্ষোভ মিছিল করার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মিশেল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৬

অভিবাসন বিতর্ক নিয়ে নির্বাচনের পাঁচ মাস আগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল।
জাতিসংঘের অভিবাসন চুক্তিতে সায় দেওয়ার পর বিপাকে পড়েন মিশেল। গত সপ্তাহে মরক্কোয় জাতিসংঘের অভিবাসন চুক্তিতে বেলজিয়াম স্বাক্ষর করে। তার প্রতিবাদে ক্ষমতাসীন জোট ছাড়ে জাতীয়তাবাদী নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ)। এই চুক্তিতে যাওয়ার আগে দেশের জনগণের মতামত নেওয়া দরকার ছিল বলে মনে করে ফ্লেমিশ ন্যাশনালিস্ট পার্টি।
মঙ্গলবার বিকেলে মিশেল বেলজিয়ামের রাজাকে নিজের সিদ্ধান্তের কথা জানান। রাজা এখনো পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে কিছু জানাননি।
২০১৯ সালের মে মাসে বেলজিয়ামের নির্বাচন হওয়ার কথা। ২০১৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন ৪২ বছর বয়সী মিশেল। গত ৩৮ বছরে তিনিই দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
জুলাইতে জাতিসংঘের ১৯৬টি দেশ শরণার্থী ও অভিবাসীদের অধিকার রক্ষা, পুনর্বাসন, শিক্ষা ও কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে একমত হয়। শেষ পর্যন্ত ১৬৪টি দেশ চুক্তিতে আসে। আমেরিকা, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ইতালি, পোল্যান্ডের মতো দেশ চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়।
বেলজিয়াম চুক্তিতে সম্মত হওয়ায় এন-ভিএসহ দেশটির ফ্লেমিশ ডানপন্থি দলগুলো ব্রাসেলসে বিক্ষোভ মিছিল করার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মিশেল।