আইনস্টাইনের ‘গড লেটার’ ২৪ কোটি টাকায় বিক্রি
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩
এই চিঠিতে আইনস্টাইন তার ধর্ম সংক্রান্ত ধারণা তুলে ধরেন।
পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা ‘গড লেটার’ চিঠি ২৪ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ১৯৫৪ সালে লেখা এই চিঠিতে আইনস্টাইন তার ধর্ম সংক্রান্ত ধারণা তুলে ধরেন। সম্প্রতি নিউইয়র্কের ক্রিস্টি রকফেলার সেন্টার নিলামঘরে এই চিঠিটি নিলামে তোলা হয়।
নোবেলজয়ী এই বিজ্ঞানী দেড় পৃষ্ঠার ওই চিঠিটি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডের উদ্দেশে। গুটকিন্ডের ‘চুজ লাইফ: দ্য বিবলিক্যাল কল টু রিভল্ট’ বইয়ের প্রতিক্রিয়ায় তিনি ওই চিঠি লেখেন।
নিলামঘর ক্রিস্টি এক বিবৃতিতে জানায়, ‘আইনস্টাইন তার মৃত্যুর ঠিক এক বছর আগে এই ব্যক্তিগত চিঠিটি লিখেছিলেন। যেখানে তার ধর্ম এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।’
চিঠিতে আইনস্টাইন লিখেছিলেন, ‘ঈশ্বর (গড) শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু মনে হয় না। কোনো ব্যাখ্যাই আমার এই ধারণাকে পরিবর্তন করতে পারবে না। ইহুদি জনগোষ্ঠী এবং তাদের মানসিকতার অংশ আমি। পৃথিবীর অন্য সকল মানুষের চেয়ে ইহুদিরা ভিন্ন কিছু নয়।’
এর আগে ২০১৭ সালে ইতালির এক রসায়নের ছাত্রকে পাঠানো তার চিঠি ৬ হাজার ১০০ ডলারে বিক্রি হয়েছিল। একই বছর জেরুজালেমে তার সুখে বসবাস সংক্রান্ত একটি নোট দেড় মিলিয়ন ডলারে বিক্রি হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ১৮:৪৩
পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের হাতে লেখা ‘গড লেটার’ চিঠি ২৪ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ১৯৫৪ সালে লেখা এই চিঠিতে আইনস্টাইন তার ধর্ম সংক্রান্ত ধারণা তুলে ধরেন। সম্প্রতি নিউইয়র্কের ক্রিস্টি রকফেলার সেন্টার নিলামঘরে এই চিঠিটি নিলামে তোলা হয়।
নোবেলজয়ী এই বিজ্ঞানী দেড় পৃষ্ঠার ওই চিঠিটি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকিন্ডের উদ্দেশে। গুটকিন্ডের ‘চুজ লাইফ: দ্য বিবলিক্যাল কল টু রিভল্ট’ বইয়ের প্রতিক্রিয়ায় তিনি ওই চিঠি লেখেন।
নিলামঘর ক্রিস্টি এক বিবৃতিতে জানায়, ‘আইনস্টাইন তার মৃত্যুর ঠিক এক বছর আগে এই ব্যক্তিগত চিঠিটি লিখেছিলেন। যেখানে তার ধর্ম এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।’
চিঠিতে আইনস্টাইন লিখেছিলেন, ‘ঈশ্বর (গড) শব্দটি আমার কাছে মানুষের দুর্বলতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু মনে হয় না। কোনো ব্যাখ্যাই আমার এই ধারণাকে পরিবর্তন করতে পারবে না। ইহুদি জনগোষ্ঠী এবং তাদের মানসিকতার অংশ আমি। পৃথিবীর অন্য সকল মানুষের চেয়ে ইহুদিরা ভিন্ন কিছু নয়।’
এর আগে ২০১৭ সালে ইতালির এক রসায়নের ছাত্রকে পাঠানো তার চিঠি ৬ হাজার ১০০ ডলারে বিক্রি হয়েছিল। একই বছর জেরুজালেমে তার সুখে বসবাস সংক্রান্ত একটি নোট দেড় মিলিয়ন ডলারে বিক্রি হয়।