আফগানিস্তান থেকেও সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০
বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। ছবি: তোলো নিউজ
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে নিজ প্রশাসনেই ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এরই মধ্যে আফগানিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সরিয়ে আনার তথ্য দিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বৃহস্পতিবার এএফপি-কে এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “এবিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার করা হবে।”
বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। তারা ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগান সেনাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আবার আলাদাভাবে বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। একই দিন সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে পেন্টাগনকে নির্দেশ দেন প্রেসিডেন্ট। দেশটিতে দুই হাজার মার্কিন সেনা রয়েছে। এসব সেনা জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি মিলিশিয়াদের প্রশিক্ষণ ও সহযোগিতা করে আসছে।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার আর মতের মিল হচ্ছে না।
প্রসঙ্গত, সিরিয়া এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত দুটি অঞ্চলের ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তালেবানদের উত্থান ঠেকাতে আফগানিস্তানে আরো মোতায়েনে গত বছর প্রেসিডেন্টকে রাজি করিয়েছিলেন ম্যাটিস এবং শীর্ষ সামরিক উপদেষ্টারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১০:৩০

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে নিজ প্রশাসনেই ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগ করেছেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এরই মধ্যে আফগানিস্তান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা সরিয়ে আনার তথ্য দিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বৃহস্পতিবার এএফপি-কে এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “এবিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রত্যাহার করা হবে।”
বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। তারা ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগান সেনাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আবার আলাদাভাবে বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছে।
মঙ্গলবার ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। একই দিন সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিতে পেন্টাগনকে নির্দেশ দেন প্রেসিডেন্ট। দেশটিতে দুই হাজার মার্কিন সেনা রয়েছে। এসব সেনা জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি মিলিশিয়াদের প্রশিক্ষণ ও সহযোগিতা করে আসছে।
এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে তার আর মতের মিল হচ্ছে না।
প্রসঙ্গত, সিরিয়া এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের সিদ্ধান্ত দুটি অঞ্চলের ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। তালেবানদের উত্থান ঠেকাতে আফগানিস্তানে আরো মোতায়েনে গত বছর প্রেসিডেন্টকে রাজি করিয়েছিলেন ম্যাটিস এবং শীর্ষ সামরিক উপদেষ্টারা।