মৃত ঘোষণার ৪ দিন পর বাড়ি ফিরল মেয়েটি
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৪
চারদিন বাদে ‘নিহত’ মেয়ে বাড়ি ফিরতেই সবার চোখ কপালে!
মেয়ে হারিয়ে গেছে। শোকে কাতর পরিবার। বাড়ির অদূরে অজ্ঞাত লাশের সন্ধান পায় পুলিশ। নিজেদের মেয়ে দাবি করে সেই লাশ বাড়ি এনে সৎকারও (দাফন) হয়। চারদিন বাদে ‘নিহত’ মেয়ে বাড়ি ফিরতেই সবার চোখ কপালে!
ঘটনাটি ভারতের পাতিয়ালা অঞ্চলের। নাইয়ানা নামের মেয়েটির বিয়ে হয় চামকাউর সাইবে। নিজের বাড়ি থেকে ৮ ডিসেম্বর তিনি হারিয়ে যান। তার বয়সী এক তরুণীর লাশ পুলিশ উদ্ধার করে ১১ ডিসেম্বর।
নাইয়ানার পরিবার দাবি করে এটা তাদের মেয়ে। এরপর ১৫ ডিসেম্বর তারা সৎকারের আয়োজন করেন।
নাইয়ানা বাড়ি ফিরে আসায় পুলিশ পড়েছে বিপাকে। এখন যার দেহের সৎকার হয়েছে, তার পরিচয় উদ্ধারে নামতে হচ্ছে তাদের।
লাশ বেশ কয়েক দিন একটি পরিত্যক্ত মাঠে পড়ে থাকায় ঠিকমতো চেনা যাচ্ছিল না। তাই হয়তো পরিবারের লাশ শনাক্ত করতে ভুল হয়েছে। এমন ধারণা পুলিশের।
এসএইচও সদর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জেএস তিয়ানা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “পরিবারটি লাশকে নিজেদের মেয়ে দাবি করায় আমরা তাদের দিয়ে দেই। তারা না আসলেও অজ্ঞাত লাশ হিসেবে আমরা দাফন করতাম।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৪

মেয়ে হারিয়ে গেছে। শোকে কাতর পরিবার। বাড়ির অদূরে অজ্ঞাত লাশের সন্ধান পায় পুলিশ। নিজেদের মেয়ে দাবি করে সেই লাশ বাড়ি এনে সৎকারও (দাফন) হয়। চারদিন বাদে ‘নিহত’ মেয়ে বাড়ি ফিরতেই সবার চোখ কপালে!
ঘটনাটি ভারতের পাতিয়ালা অঞ্চলের। নাইয়ানা নামের মেয়েটির বিয়ে হয় চামকাউর সাইবে। নিজের বাড়ি থেকে ৮ ডিসেম্বর তিনি হারিয়ে যান। তার বয়সী এক তরুণীর লাশ পুলিশ উদ্ধার করে ১১ ডিসেম্বর।
নাইয়ানার পরিবার দাবি করে এটা তাদের মেয়ে। এরপর ১৫ ডিসেম্বর তারা সৎকারের আয়োজন করেন।
নাইয়ানা বাড়ি ফিরে আসায় পুলিশ পড়েছে বিপাকে। এখন যার দেহের সৎকার হয়েছে, তার পরিচয় উদ্ধারে নামতে হচ্ছে তাদের।
লাশ বেশ কয়েক দিন একটি পরিত্যক্ত মাঠে পড়ে থাকায় ঠিকমতো চেনা যাচ্ছিল না। তাই হয়তো পরিবারের লাশ শনাক্ত করতে ভুল হয়েছে। এমন ধারণা পুলিশের।
এসএইচও সদর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জেএস তিয়ানা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “পরিবারটি লাশকে নিজেদের মেয়ে দাবি করায় আমরা তাদের দিয়ে দেই। তারা না আসলেও অজ্ঞাত লাশ হিসেবে আমরা দাফন করতাম।”