ইঁদুরের বিরুদ্ধে নিউইয়র্কবাসীর যুদ্ধ ঘোষণা!
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৬
ইঁদুর সংক্রান্ত অভিযোগ আসে ১৯ হাজার ১৫২টি!
জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে ইঁদুরের সংখ্যা। স্বাভাবিক জীবন-যাপন হচ্ছে বাধাগ্রস্ত। পরিস্থিতি এমন নিউইয়র্কের লোকজন বলছেন, রেহাই পেতে তাদের এখন রীতিমতো যুদ্ধে নামতে হচ্ছে।
ইঁদুরের যন্ত্রণা থেকে রক্ষা পেতে ২০১৭ সালে ৩২ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা হাতে নেন শহরের কর্মকর্তারা। তাতে কাজের কাজ কিছুই হয়নি। বরং তাপমাত্রা বাড়ার কারণে ইঁদুরের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
কর্মকর্তারা নাগরিকদের কাছ থেকে প্রচুর অভিযোগ পাচ্ছেন। নিউইয়র্ক সিটি মেয়র কার্যালয়ের তথ্যমতে, গত বছর ইঁদুর সংক্রান্ত অভিযোগ আসে ১৯ হাজার ১৫২টি!
শহরে ইঁদুরের সংখ্যা ঠিক কতটি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে কর্মকর্তাদের অনুমান, সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি!
বিখ্যাত ইঁদুর নিধন কৌশলবিদ ববি কোরেইন বলছেন, “এত ইঁদুর মেরে ফেলা জটিল প্রক্রিয়া। অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের যুদ্ধে নামতে হবে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে দিনকে দিন ইঁদুর বাড়ছে।”
বিশ্বের অন্যতম জনবহুল এ শহরের মেয়র কার্যালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে তাদের ইঁদুর নিধন কার্যক্রম শুরু হয়। শহরের পয়োনিষ্কাশন, উদ্যান ও স্বাস্থ্য বিভাগ এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, বরাদ্দ করা অর্থের বড় অংশ ব্যয় হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন আধুনিকায়ন, বেসমেন্ট ফ্লোর পরিষ্কারসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে। শতভাগ সফলতা পেতে আরও সময় লাগবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ১৭:৩৬

জলবায়ু পরিবর্তনের কারণে বাড়ছে ইঁদুরের সংখ্যা। স্বাভাবিক জীবন-যাপন হচ্ছে বাধাগ্রস্ত। পরিস্থিতি এমন নিউইয়র্কের লোকজন বলছেন, রেহাই পেতে তাদের এখন রীতিমতো যুদ্ধে নামতে হচ্ছে।
ইঁদুরের যন্ত্রণা থেকে রক্ষা পেতে ২০১৭ সালে ৩২ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা হাতে নেন শহরের কর্মকর্তারা। তাতে কাজের কাজ কিছুই হয়নি। বরং তাপমাত্রা বাড়ার কারণে ইঁদুরের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।
কর্মকর্তারা নাগরিকদের কাছ থেকে প্রচুর অভিযোগ পাচ্ছেন। নিউইয়র্ক সিটি মেয়র কার্যালয়ের তথ্যমতে, গত বছর ইঁদুর সংক্রান্ত অভিযোগ আসে ১৯ হাজার ১৫২টি!
শহরে ইঁদুরের সংখ্যা ঠিক কতটি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা নেই। তবে কর্মকর্তাদের অনুমান, সংখ্যাটা আড়াই লাখের কাছাকাছি!
বিখ্যাত ইঁদুর নিধন কৌশলবিদ ববি কোরেইন বলছেন, “এত ইঁদুর মেরে ফেলা জটিল প্রক্রিয়া। অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের যুদ্ধে নামতে হবে। আসলে জলবায়ু পরিবর্তনের কারণে দিনকে দিন ইঁদুর বাড়ছে।”
বিশ্বের অন্যতম জনবহুল এ শহরের মেয়র কার্যালয় জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে তাদের ইঁদুর নিধন কার্যক্রম শুরু হয়। শহরের পয়োনিষ্কাশন, উদ্যান ও স্বাস্থ্য বিভাগ এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, বরাদ্দ করা অর্থের বড় অংশ ব্যয় হচ্ছে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন আধুনিকায়ন, বেসমেন্ট ফ্লোর পরিষ্কারসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে। শতভাগ সফলতা পেতে আরও সময় লাগবে।