মেয়ের মাথাকাটা ছবি মাকে পাঠাল আইএস
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:৩০
লোউমিয়ার মাথাকাটা ছবি তার মাকে পাঠানো হয়েছে।
মেয়ের মাথা কেটে ছবি তুলে তার মাকে পাঠিয়েছে ইসলামিক স্টেট (আইএস)’র চার সমর্থক। ডেইলি মেইল জানিয়েছে, মরক্কোয় ঘুরতে যাওয়া ওই তরুণীর শতাধিক ছবি ফেসবুকের মাধ্যমে তার মাকে পাঠানো হয়েছে।
ছবিগুলো খুন করার সময় তোলা হয়েছে, নাকি পরে তোলা হয়েছে, সেটি জানা যায়নি।
লোউমিয়া ভেস্টারেগার এবং মারিন উয়েল্যান্ড নামের দুই তরুণী এক সঙ্গে খুন হন। দুজন বান্ধবী। একজনের বাড়ি ডেনমার্ক, আরেকজন থাকেন নরওয়ে। এটলাস পর্বতমালার কাছে তাদের লাশ পাওয়া যায়। লোউমিয়ার মাথাকাটা ছবি তার মাকে পাঠানো হয়েছে।
শুধু ছবি নয়, খুনের ভয়ংকর ভিডিও তুলেও পাঠানো হয়েছে। তবে সেটি তার মাকে নয়, বন্ধুদের ইনবক্সে দেয়া হয়েছে।
এই ঘটনার পর মরক্কোর সরকার নড়েচড়ে বসেছে। দেশটির বিভিন্ন এনজিও, মানবাধিকারকর্মীও প্রতিবাদ জানিয়েছেন।
খুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসের সঙ্গে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এই ঘটনার পর মরক্কোর সঙ্গে ডেনমার্ক এবং নরওয়ের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। দুই দেশের সরকার দেশটি ভ্রমণ করতে নাগরিকদের সতর্ক করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০১৮ ২০:৩০
মেয়ের মাথা কেটে ছবি তুলে তার মাকে পাঠিয়েছে ইসলামিক স্টেট (আইএস)’র চার সমর্থক। ডেইলি মেইল জানিয়েছে, মরক্কোয় ঘুরতে যাওয়া ওই তরুণীর শতাধিক ছবি ফেসবুকের মাধ্যমে তার মাকে পাঠানো হয়েছে।
ছবিগুলো খুন করার সময় তোলা হয়েছে, নাকি পরে তোলা হয়েছে, সেটি জানা যায়নি।
লোউমিয়া ভেস্টারেগার এবং মারিন উয়েল্যান্ড নামের দুই তরুণী এক সঙ্গে খুন হন। দুজন বান্ধবী। একজনের বাড়ি ডেনমার্ক, আরেকজন থাকেন নরওয়ে। এটলাস পর্বতমালার কাছে তাদের লাশ পাওয়া যায়। লোউমিয়ার মাথাকাটা ছবি তার মাকে পাঠানো হয়েছে।
শুধু ছবি নয়, খুনের ভয়ংকর ভিডিও তুলেও পাঠানো হয়েছে। তবে সেটি তার মাকে নয়, বন্ধুদের ইনবক্সে দেয়া হয়েছে।
এই ঘটনার পর মরক্কোর সরকার নড়েচড়ে বসেছে। দেশটির বিভিন্ন এনজিও, মানবাধিকারকর্মীও প্রতিবাদ জানিয়েছেন।
খুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসের সঙ্গে একজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এই ঘটনার পর মরক্কোর সঙ্গে ডেনমার্ক এবং নরওয়ের সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। দুই দেশের সরকার দেশটি ভ্রমণ করতে নাগরিকদের সতর্ক করেছে।