দুর্ঘটনাস্থলে ৬ মিনিটে পৌঁছে যায় দুবাই পুলিশ
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬
রাস্তায় কোনো দুর্ঘটনা হলে মাত্র ছয় মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে দুবাই পুলিশ। সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করতে সম্প্রতি নতুন একটি ইউনিট চালু করেছে দেশটি। খাজা টাইমস বলছে, পুলিশের নতুন এই ইউনিট ছয় মিনিটে পৌঁছানোর পরে রাস্তা পরিষ্কার করতে মাত্র ১৫ মিনিট সময় নেয়।
দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ শনিবার নতুন কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের পর শেখ মোহাম্মদ বিন জায়েদ রাস্তায় ১৮০০টির মতো ছোটখাটো দুর্ঘটনা ঘটে। দুবাই পুলিশ আশা করছে, নতুন ইউনিট এই অঞ্চলের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
দুবাইয়ের সড়ক ও পরিবহন সংস্থা একটি জরিপে দেখেছে, দুর্ঘটনার পর সড়কে শৃঙ্খলা ফেরাতে অনেক সময় চলে যায়। প্রতি বছর অন্তত দুই লাখ ছোট দুর্ঘটনা ঘটে। গাড়ি নষ্ট হয় আড়াই লাখের মতো।
ট্রান্সপোর্ট বিভাগের পরিচালক মোহাম্মদ নাসির আল রাজোকি বলছেন, “প্রাথমিকভাবে পুলিশের নতুন ইউনিট দারুণ সফলতা দেখিয়েছে। এতে তাদের প্রতি মানুষের আস্থা বাড়ছে। আশা করছি এটি অব্যাহত থাকবে।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০১৮ ২১:১৬
রাস্তায় কোনো দুর্ঘটনা হলে মাত্র ছয় মিনিটে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার সক্ষমতা অর্জন করেছে দুবাই পুলিশ। সড়ক ব্যবস্থাপনা আরও উন্নত করতে সম্প্রতি নতুন একটি ইউনিট চালু করেছে দেশটি। খাজা টাইমস বলছে, পুলিশের নতুন এই ইউনিট ছয় মিনিটে পৌঁছানোর পরে রাস্তা পরিষ্কার করতে মাত্র ১৫ মিনিট সময় নেয়।
দেশটির সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ শনিবার নতুন কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের পর শেখ মোহাম্মদ বিন জায়েদ রাস্তায় ১৮০০টির মতো ছোটখাটো দুর্ঘটনা ঘটে। দুবাই পুলিশ আশা করছে, নতুন ইউনিট এই অঞ্চলের সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
দুবাইয়ের সড়ক ও পরিবহন সংস্থা একটি জরিপে দেখেছে, দুর্ঘটনার পর সড়কে শৃঙ্খলা ফেরাতে অনেক সময় চলে যায়। প্রতি বছর অন্তত দুই লাখ ছোট দুর্ঘটনা ঘটে। গাড়ি নষ্ট হয় আড়াই লাখের মতো।
ট্রান্সপোর্ট বিভাগের পরিচালক মোহাম্মদ নাসির আল রাজোকি বলছেন, “প্রাথমিকভাবে পুলিশের নতুন ইউনিট দারুণ সফলতা দেখিয়েছে। এতে তাদের প্রতি মানুষের আস্থা বাড়ছে। আশা করছি এটি অব্যাহত থাকবে।”