ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে আইএস-বিরোধী দূতের পদত্যাগ
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৫১
ম্যাটিসের সরে যাওয়াও ম্যাকুর্কের পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে।
ইচ্ছা ছিল সামনের ফেব্রুয়ারিতে অবসর নেবেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গেল শুক্রবারে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী জোটের বিশেষ দূত ব্রেত্ত ম্যাকুর্ক।
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কয়েক দিন আগে পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ম্যাটিসের সরে যাওয়াও ম্যাকুর্কের পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে।
ট্রাম্প সম্প্রতি টুইটারে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। দেশটিতে আইএস তাদের কাছে ‘পরাজিত’ হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ম্যাকুর্ক মনে করেন, আইএস দৃশ্যত পরাজিত হলেও তাদের পুনরায় সংগঠিত হতে না দিতে দেশটিতে সেনা রাখা দরকার।
ট্রাম্প যখন টুইটারে সেনা সরানোর ঘোষণা দেন, তখন ম্যাকুর্ক ইরাকে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। তার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়াটা পছন্দ করেননি ম্যাকুর্ক।
ম্যাকুর্কের ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অনেক দিন ধরেই ট্রাম্পের সঙ্গে তার বিরোধ চলছিল। তিনি মনে করেন, এই মুহূর্তে সেনা সরানো মানে বেপরোয়া মনোভাবের পরিচয় দেওয়া।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ১০:৫১

ইচ্ছা ছিল সামনের ফেব্রুয়ারিতে অবসর নেবেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে গেল শুক্রবারে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের আইএস-বিরোধী জোটের বিশেষ দূত ব্রেত্ত ম্যাকুর্ক।
সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কয়েক দিন আগে পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। ম্যাটিসের সরে যাওয়াও ম্যাকুর্কের পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে।
ট্রাম্প সম্প্রতি টুইটারে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। দেশটিতে আইএস তাদের কাছে ‘পরাজিত’ হয়েছে দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু ম্যাকুর্ক মনে করেন, আইএস দৃশ্যত পরাজিত হলেও তাদের পুনরায় সংগঠিত হতে না দিতে দেশটিতে সেনা রাখা দরকার।
ট্রাম্প যখন টুইটারে সেনা সরানোর ঘোষণা দেন, তখন ম্যাকুর্ক ইরাকে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন। তার সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়াটা পছন্দ করেননি ম্যাকুর্ক।
ম্যাকুর্কের ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানায়, অনেক দিন ধরেই ট্রাম্পের সঙ্গে তার বিরোধ চলছিল। তিনি মনে করেন, এই মুহূর্তে সেনা সরানো মানে বেপরোয়া মনোভাবের পরিচয় দেওয়া।