ইন্দোনেশিয়ায় মৃত বেড়ে ৩৭৩, এখনো জ্বলছে অগ্নিগিরি
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৬
ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে। নতুন সুনামির আশঙ্কায় ইতোমধ্যেই সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৩৭৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১৪৫৯ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ১২৮ জন।
আলজাজিরা জানায়, শনিবার সৈকতের শহর সুমাত্রা এবং জাভা দ্বীপে ভয়াবহ সুনামি আঘাত হানে। ক্রাকাতোয়া ইন্দোনেশিয়ার এই দুই দ্বীপের মধ্যকার সুন্দা প্রণালিতে অবস্থিত একটি আগ্নেয়গিরি। আগেও বহুবার এখান থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে।
ইন্দোনেয়িশার জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) মতে, ক্রাকাতাউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে সৃষ্ট ভূমিধসের কারণে। পূর্ণিমার কারণে বিপুল শক্তি নিয়ে সৈকতে ব্যাপক শক্তি নিয়ে আছড়ে পড়ে সুনামির ঢেউ।
রোববারও আনাক ক্রাকাতাউয় থেকে উদগীরণ হতে দেখা যায়। আলজাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, এখনো জ্বলছে অগ্নিগিরি।
কেন সুনামির আগে কোনো সতর্কতা জারি করা হয়নি এ নিয়ে দেশটির আবহাওয়া দপ্তর তেমন কোনো বিবৃতি দেয়নি। সুমাত্রা এবং জাভায় যখন সুনামির ঢেউ আছড়ে পড়ে তখনও কোনো সতর্কতা জারি করেনি আওহাওয়া দপ্তর।
এ বিষয়ে সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহে জানান, ‘সুনামি সতর্কতা সংকেত জারি করার প্রযুক্তির অপ্রতুলতার কারণে আগাম সতর্কতা জারি করা সম্ভব হচ্ছে না।’
এদিকে দেশটির রাষ্ট্রপতি জোকো উইদোদো শোক প্রকাশ করে সাধারণ মানুষকে ধৈর্য ধরতে বলেছেন। তিনি উদ্ধার তৎপরতা এগিয়ে নিতে সব সরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৬
ইন্দোনেশিয়ায় সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে তিনশ' ছাড়িয়ে গেছে। নতুন সুনামির আশঙ্কায় ইতোমধ্যেই সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ৩৭৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ১৪৫৯ জন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ১২৮ জন।
আলজাজিরা জানায়, শনিবার সৈকতের শহর সুমাত্রা এবং জাভা দ্বীপে ভয়াবহ সুনামি আঘাত হানে। ক্রাকাতোয়া ইন্দোনেশিয়ার এই দুই দ্বীপের মধ্যকার সুন্দা প্রণালিতে অবস্থিত একটি আগ্নেয়গিরি। আগেও বহুবার এখান থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়েছে।
ইন্দোনেয়িশার জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) মতে, ক্রাকাতাউ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে সৃষ্ট ভূমিধসের কারণে। পূর্ণিমার কারণে বিপুল শক্তি নিয়ে সৈকতে ব্যাপক শক্তি নিয়ে আছড়ে পড়ে সুনামির ঢেউ।
রোববারও আনাক ক্রাকাতাউয় থেকে উদগীরণ হতে দেখা যায়। আলজাজিরার এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়, এখনো জ্বলছে অগ্নিগিরি।
কেন সুনামির আগে কোনো সতর্কতা জারি করা হয়নি এ নিয়ে দেশটির আবহাওয়া দপ্তর তেমন কোনো বিবৃতি দেয়নি। সুমাত্রা এবং জাভায় যখন সুনামির ঢেউ আছড়ে পড়ে তখনও কোনো সতর্কতা জারি করেনি আওহাওয়া দপ্তর।
এ বিষয়ে সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহে জানান, ‘সুনামি সতর্কতা সংকেত জারি করার প্রযুক্তির অপ্রতুলতার কারণে আগাম সতর্কতা জারি করা সম্ভব হচ্ছে না।’
এদিকে দেশটির রাষ্ট্রপতি জোকো উইদোদো শোক প্রকাশ করে সাধারণ মানুষকে ধৈর্য ধরতে বলেছেন। তিনি উদ্ধার তৎপরতা এগিয়ে নিতে সব সরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন।