আমি একা, নিঃসঙ্গ: ট্রাম্প
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১১:২৮
বড়দিনের আগমুহূর্তে একাধিক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একাকী এবং নিঃসঙ্গ দাবি করেছেন। তিনি বলেন, ‘আই অ্যাম অ্যালোন (পুওর মি) অর্থাৎ আমি একা, নিঃসঙ্গ।’
সিনেটে বাজেট বরাদ্দ আটকে যাওয়ায় দেশটির সরকারের চলমান সাময়িক শাটডাউন পরিস্থিতিতে বড়দিন উদযাপন বাতিল করে এখন হোয়াইট হাউজেই অবস্থান করছেন ট্রাম্প।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে পরিবার নিয়ে বড়দিন উদযাপন করার কথা ছিল ট্রাম্পের। শাটডাউনের কারণে তিনি আটকে পড়লেও স্ত্রী মেলানিয়া ঠিকই তাকে ছেড়ে ফ্লোরিডায় চলে গেছেন বড়দিনের অবকাশ যাপনে।
টুইট বার্তা নিয়ে বরাবরই আলোচনা থাকেন ট্রাম্প। এ নিয়ে সমালোচিত তো হনই, অনেক সময় সৃষ্টি হয় হাস্যরসেরও। তার এই টুইট বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে অল্পসময়ের মধ্যে।
দেখা গেছে, আব্রাহাম লিংকন, জন এফ কেনেডির মতো দেশটির স্বনামধন্য প্রেসিডেন্টদের বিখ্যাত উক্তির সঙ্গেই তার এই মন্তব্যকে তুলনা করে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্যও করা হয়েছে।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘হোয়াইট হাউজে আমি একা, নিঃসঙ্গ। সীমান্ত নিরাপত্তা নিয়ে চুক্তি সম্পন্ন করতে ডেমোক্রেট সিনেটরদের ফিরে আসার অপেক্ষা করছি।’
বড়দিনের তিন দিন আগে সৃষ্টি হওয়া আংশিক ‘শাটডাউন’ শেষপর্যন্ত আক্রান্ত করল যুক্তরাষ্ট্রকে। খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসবেও দেশটিতে এ সাময়িক অচলাবস্থা অব্যাহত থাকবে ধারণা করা হচ্ছিল আগে থেকেই।
শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনে ব্যর্থ হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন মধ্যরাত থেকে আংশিক ‘শাটডাউন’ তথা সরকারি সেবা বন্ধের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।
ডেমোক্রেটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সিনেটরও সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের বিরোধিতা করেন। ফলে সিনেটে এই অর্থ অনুমোদন করিয়ে নিতে ব্যর্থ হন ট্রাম্প। সিনেট অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি হওয়ায় পিছিয়ে যায় এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে সমঝোতা।
কংগ্রেসের অধিকাংশ ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররাই ইতোমধ্যে বড়দিনের ছুটি কাটাতে চলে গেছেন রাজধানী ছেড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডায় ছুটি কাটানোর কথা থাকলে তা বাতিল করা হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতেই থাকছেন তিনি। হোয়াইট হাউজেই এবার তিনি পালন করছেন বড়দিন।
স্ত্রীও তাকে একা ফেলে যাওয়ায় ট্রাম্পের এই টুইট বার্তা এখন বড়দিনের হাস্যরসে পরিণত হয়েছে। হলিউডের শিশুদের জন্য নির্মিত ক্রিসমাস মুভি হোম অ্যালোনের ছবিও শেয়ার দিয়েছেন তার এই টুইটের সঙ্গে। হোম অ্যালোন নামে এক শিশু চরিত্র বড়দিনে আটকে পড়ে ঘরেই, এদিকে তার পরিবার চলে যায় দূরে ছুটিতে।
শুধু স্ত্রী ছেড়ে যাওয়াই এ বড়দিনে তিনি একা হয়ে পড়েননি। সীমান্ত নিরাপত্তা নিয়ে তার প্রশাসনের অনেকেই তার প্রতি বিরক্ত।
এমনকি সিরিয়া থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের সিদ্ধান্তে তার দলের ঘনিষ্ঠজনরাও অসন্তুষ্ট। একইভাবে ফেডারেল রিজার্ভ চিফকেও জেরোম পাওয়েলকেও বরখাস্তের সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনেকেই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮ ১১:২৮

বড়দিনের আগমুহূর্তে একাধিক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একাকী এবং নিঃসঙ্গ দাবি করেছেন। তিনি বলেন, ‘আই অ্যাম অ্যালোন (পুওর মি) অর্থাৎ আমি একা, নিঃসঙ্গ।’
সিনেটে বাজেট বরাদ্দ আটকে যাওয়ায় দেশটির সরকারের চলমান সাময়িক শাটডাউন পরিস্থিতিতে বড়দিন উদযাপন বাতিল করে এখন হোয়াইট হাউজেই অবস্থান করছেন ট্রাম্প।
ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে পরিবার নিয়ে বড়দিন উদযাপন করার কথা ছিল ট্রাম্পের। শাটডাউনের কারণে তিনি আটকে পড়লেও স্ত্রী মেলানিয়া ঠিকই তাকে ছেড়ে ফ্লোরিডায় চলে গেছেন বড়দিনের অবকাশ যাপনে।
টুইট বার্তা নিয়ে বরাবরই আলোচনা থাকেন ট্রাম্প। এ নিয়ে সমালোচিত তো হনই, অনেক সময় সৃষ্টি হয় হাস্যরসেরও। তার এই টুইট বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে অল্পসময়ের মধ্যে।
দেখা গেছে, আব্রাহাম লিংকন, জন এফ কেনেডির মতো দেশটির স্বনামধন্য প্রেসিডেন্টদের বিখ্যাত উক্তির সঙ্গেই তার এই মন্তব্যকে তুলনা করে রীতিমতো তুচ্ছ-তাচ্ছিল্যও করা হয়েছে।
ট্রাম্প টুইট বার্তায় বলেন, ‘হোয়াইট হাউজে আমি একা, নিঃসঙ্গ। সীমান্ত নিরাপত্তা নিয়ে চুক্তি সম্পন্ন করতে ডেমোক্রেট সিনেটরদের ফিরে আসার অপেক্ষা করছি।’
বড়দিনের তিন দিন আগে সৃষ্টি হওয়া আংশিক ‘শাটডাউন’ শেষপর্যন্ত আক্রান্ত করল যুক্তরাষ্ট্রকে। খ্রিস্টধর্মের সবচেয়ে বড় উৎসবেও দেশটিতে এ সাময়িক অচলাবস্থা অব্যাহত থাকবে ধারণা করা হচ্ছিল আগে থেকেই।
শুক্রবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পাঁচ বিলিয়ন ডলার বাজেট অনুমোদনে ব্যর্থ হয়ে সরকারি ব্যয় বরাদ্দ বিলে সই করতে অস্বীকৃতি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন মধ্যরাত থেকে আংশিক ‘শাটডাউন’ তথা সরকারি সেবা বন্ধের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।
ডেমোক্রেটদের পাশাপাশি কয়েকজন রিপাবলিকান সিনেটরও সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের বিরোধিতা করেন। ফলে সিনেটে এই অর্থ অনুমোদন করিয়ে নিতে ব্যর্থ হন ট্রাম্প। সিনেট অধিবেশন বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি হওয়ায় পিছিয়ে যায় এই ইস্যুতে দুই পক্ষের মধ্যে সমঝোতা।
কংগ্রেসের অধিকাংশ ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটররাই ইতোমধ্যে বড়দিনের ছুটি কাটাতে চলে গেছেন রাজধানী ছেড়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডায় ছুটি কাটানোর কথা থাকলে তা বাতিল করা হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতেই থাকছেন তিনি। হোয়াইট হাউজেই এবার তিনি পালন করছেন বড়দিন।
স্ত্রীও তাকে একা ফেলে যাওয়ায় ট্রাম্পের এই টুইট বার্তা এখন বড়দিনের হাস্যরসে পরিণত হয়েছে। হলিউডের শিশুদের জন্য নির্মিত ক্রিসমাস মুভি হোম অ্যালোনের ছবিও শেয়ার দিয়েছেন তার এই টুইটের সঙ্গে। হোম অ্যালোন নামে এক শিশু চরিত্র বড়দিনে আটকে পড়ে ঘরেই, এদিকে তার পরিবার চলে যায় দূরে ছুটিতে।
শুধু স্ত্রী ছেড়ে যাওয়াই এ বড়দিনে তিনি একা হয়ে পড়েননি। সীমান্ত নিরাপত্তা নিয়ে তার প্রশাসনের অনেকেই তার প্রতি বিরক্ত।
এমনকি সিরিয়া থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের সিদ্ধান্তে তার দলের ঘনিষ্ঠজনরাও অসন্তুষ্ট। একইভাবে ফেডারেল রিজার্ভ চিফকেও জেরোম পাওয়েলকেও বরখাস্তের সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনেকেই।