লেবাননের আকাশসীমা ব্যবহার
সিরিয়ায় আবারো ইসরায়েলের হামলা
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০৯:৩৯
লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাজধানী দামেস্কের ওপর ইসরায়েলি যুদ্ধবিমানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে আলজাজিরা জানায়, মঙ্গলবার সিরিয়ার একটি অস্ত্রগুদামে ইসরায়েলের হামলায় তিনজন সৈনিক আহত হন।
একটি সামরিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। তবে তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দেয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দেশটির দক্ষিণাঞ্চলের খুব নিচ দিয়ে উড়ে গেছে।
তবে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এক টুইট বার্তায় তারা জানায়, সিরিয়া বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুখে দিতে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুত রেখেছে।
এর আগেও প্রতিবেশী দেশ সিরিয়ায় একাধিকবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। দামেস্কের দক্ষিণাঞ্চলেই অধিকাংশ হামলা চালানো হয়। ইহুদি রাষ্ট্রটির অভিযোগ, সেখানে ইরানি সেনাবাহিনীর স্থাপনার ওপর তারা এ হামলা চালিয়েছে।
নভেম্বরের শেষের দিকেও সিরিয়া জানায়, রাজধানীর দক্ষিণাঞ্চলের কিসওয়েহ এলাকায় ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র রুখে দেয় তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০৯:৩৯

লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে রাজধানী দামেস্কের ওপর ইসরায়েলি যুদ্ধবিমানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে আলজাজিরা জানায়, মঙ্গলবার সিরিয়ার একটি অস্ত্রগুদামে ইসরায়েলের হামলায় তিনজন সৈনিক আহত হন।
একটি সামরিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছিল। তবে তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দেয়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দেশটির দক্ষিণাঞ্চলের খুব নিচ দিয়ে উড়ে গেছে।
তবে এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে এক টুইট বার্তায় তারা জানায়, সিরিয়া বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুখে দিতে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা প্রস্তুত রেখেছে।
এর আগেও প্রতিবেশী দেশ সিরিয়ায় একাধিকবার বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। দামেস্কের দক্ষিণাঞ্চলেই অধিকাংশ হামলা চালানো হয়। ইহুদি রাষ্ট্রটির অভিযোগ, সেখানে ইরানি সেনাবাহিনীর স্থাপনার ওপর তারা এ হামলা চালিয়েছে।
নভেম্বরের শেষের দিকেও সিরিয়া জানায়, রাজধানীর দক্ষিণাঞ্চলের কিসওয়েহ এলাকায় ছোড়া ইসরায়েলি ক্ষেপণাস্ত্র রুখে দেয় তারা।