নিষেধাজ্ঞার মুখে আবার তিমি শিকারে নামছে জাপান
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৬
১৯৮৬ সালে আইডব্লিউসি বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করে। ছবি: ফেসবুক
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাত্তা না দিয়ে জুলাই থেকে পুনরায় বাণিজ্যিকভাবে তিমি শিকার করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। দেশটির এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) হতাশা প্রকাশ করেছে। নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া।
১৯৮৬ সালে আইডব্লিউসি বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করে। বিপন্ন প্রজাতির তিমি বাঁচাতে কমিশন এমন সিদ্ধান্ত নেয়।
জাপানি কর্মকর্তারা বলছেন, তিমি খাওয়া জাপানি সংস্কৃতির অংশ। তাই এমন সিদ্ধান্ত।
জাপান কয়েক বছর ধরে ‘গবেষণার’ কথা বলে তিমি শিকার করে আসছে। বাজারে সেটি আবার তারা বিক্রিও করে। এবার ঘোষণা দিয়ে সাগরে নামতে চাচ্ছে দেশটি।
বুধবারের এই ঘোষণা অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু পরিবেশবাদীরা বলছেন এর পরিণতি ভয়াবহ হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তথা-কথিত বৈজ্ঞানিক গবেষণার নামে তিমি শিকারের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। জাপানের নতুন ঘোষণায় আমরা হতাশ।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৬

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পাত্তা না দিয়ে জুলাই থেকে পুনরায় বাণিজ্যিকভাবে তিমি শিকার করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। দেশটির এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) হতাশা প্রকাশ করেছে। নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া।
১৯৮৬ সালে আইডব্লিউসি বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করে। বিপন্ন প্রজাতির তিমি বাঁচাতে কমিশন এমন সিদ্ধান্ত নেয়।
জাপানি কর্মকর্তারা বলছেন, তিমি খাওয়া জাপানি সংস্কৃতির অংশ। তাই এমন সিদ্ধান্ত।
জাপান কয়েক বছর ধরে ‘গবেষণার’ কথা বলে তিমি শিকার করে আসছে। বাজারে সেটি আবার তারা বিক্রিও করে। এবার ঘোষণা দিয়ে সাগরে নামতে চাচ্ছে দেশটি।
বুধবারের এই ঘোষণা অনেকটা প্রত্যাশিত ছিল। কিন্তু পরিবেশবাদীরা বলছেন এর পরিণতি ভয়াবহ হবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “তথা-কথিত বৈজ্ঞানিক গবেষণার নামে তিমি শিকারের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। জাপানের নতুন ঘোষণায় আমরা হতাশ।”