করাচির চীনা দূতাবাসের সেই হামলাকারী নিহত
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৩
আত্মঘাতী ওই বোমা হামলায় দুইজন সাধারণ মানুষ মারা যান।
পাকিস্তানের চীনা দূতাবাসে হামলাকারী আসলাম বালোচ আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন। ওই হামলার নেপথ্য নেতা হিসেবে তাকে সন্দেহ করছিল চীন এবং পাকিস্তান।
আসলাম পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) একজন শীর্ষস্থানীয় নেতা। আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহারে মঙ্গলবার মারা যান তিনি।
বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনের পক্ষ থেকে বুধবার আসলামের মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। একই হামলায় মারা গেছেন আরও তিনজন।
কান্দাহার পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলায় দুইজন সাধারণ মানুষ মারা যান।
গত মাসে চীনা দূতাবাসে তিনজন বন্দুকধারী হামলা চালিয়ে চারজনকে হত্যা করে।
ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে তিন হামলাকারীকে নিহতের দাবি করে দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী। করাচি পুলিশের প্রধান আমির শেখ সাংবাদিকদের বলেন, ‘‘হামলাকারীরা দূতাবাস এলাকার মধ্যে ঢুকতে পারেনি।”
এরপর বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। সংগঠনটির এক মুখপাত্র বলেন, “চীন আমাদের সম্পদের অপব্যবহার করছে। এই হামলা তার প্রতিবাদ।”
চীন সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ইকোনমিক করিডোর গঠন করার জন্য দক্ষিণ এশিয়ার দেশটিতে কাড়িকাড়ি টাকা ঢালছে। এই প্রকল্পটি জিনজিয়াংকের পশ্চিম প্রদেশের সঙ্গে বেলুচিস্তানের গদর বন্দরকে যুক্ত করবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৩

পাকিস্তানের চীনা দূতাবাসে হামলাকারী আসলাম বালোচ আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন। ওই হামলার নেপথ্য নেতা হিসেবে তাকে সন্দেহ করছিল চীন এবং পাকিস্তান।
আসলাম পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) একজন শীর্ষস্থানীয় নেতা। আলজাজিরা জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহারে মঙ্গলবার মারা যান তিনি।
বিচ্ছিন্নতাবাদী ওই সংগঠনের পক্ষ থেকে বুধবার আসলামের মারা যাওয়ার খবর নিশ্চিত করা হয়। একই হামলায় মারা গেছেন আরও তিনজন।
কান্দাহার পুলিশ জানিয়েছে, আত্মঘাতী ওই বোমা হামলায় দুইজন সাধারণ মানুষ মারা যান।
গত মাসে চীনা দূতাবাসে তিনজন বন্দুকধারী হামলা চালিয়ে চারজনকে হত্যা করে।
ঘণ্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে তিন হামলাকারীকে নিহতের দাবি করে দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী। করাচি পুলিশের প্রধান আমির শেখ সাংবাদিকদের বলেন, ‘‘হামলাকারীরা দূতাবাস এলাকার মধ্যে ঢুকতে পারেনি।”
এরপর বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে। সংগঠনটির এক মুখপাত্র বলেন, “চীন আমাদের সম্পদের অপব্যবহার করছে। এই হামলা তার প্রতিবাদ।”
চীন সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ইকোনমিক করিডোর গঠন করার জন্য দক্ষিণ এশিয়ার দেশটিতে কাড়িকাড়ি টাকা ঢালছে। এই প্রকল্পটি জিনজিয়াংকের পশ্চিম প্রদেশের সঙ্গে বেলুচিস্তানের গদর বন্দরকে যুক্ত করবে।