ইসরায়েলি অস্ত্র কোম্পানিতে বিনিয়োগ বন্ধ করল এইচএসবিসি
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১১:২০
এইচএসবিসি ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে।
ব্যাংকিং জগতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এইচএসবিসি ইসরায়েলের অস্ত্র কারখানা এলবিট সিস্টেমে নিজেদের বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন (বিডিএস) আন্দোলনের কর্মীদের দাবির মুখে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিল।
বিনিয়োগ বন্ধ করার বিষয়টি বৃহস্পতিবার আলজাজিরাকে নিশ্চিত করেছে এইচএসবিসি’র একটি সূত্র।
প্রতিষ্ঠানটি বলছে, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। বরং আন্তর্জাতিক মানবাধিকার নীতির অনুসরণ, যেটা ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করা হয়।
২০১৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, এইচএসবিসি এলবিট সিস্টেমে ৩.৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। সব মিলিয়ে তারা বিনিয়োগ করেছে ১.০৫ বিলিয়ন ডলার। এই কোম্পানিটি ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে।
দাতব্য সংস্থা ওয়ার অন ওয়ান্ট বলছে, এলবিট সিস্টেমে বিনিয়োগের কারণে ২৪ হাজার মানুষ ইমেইল করে তাদের শঙ্কার কথা জানায় ব্যাংকটির যুক্তরাষ্ট্র শাখায়।
রিভকা বার্নাড নামের এক জ্যেষ্ঠ আন্দোলনকারী ব্যাংকটির এই সিদ্ধান্তকে ‘প্রথম ইতিবাচক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।
ফিলিস্তিনে ইসরায়েলের দমন-নিপীড়নের বিরুদ্ধে ২০০৫ সাল থেকে আন্দোলন করে আসছে দ্য বিডিএস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানের কারণে তাদের আন্দোলন আন্তর্জাতিকভাবে বেগবান হয়েছে। এইচএসবিসি’র বিরুদ্ধেও তারা নানা সময়ে জনমত গড়ে তোলে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১১:২০

ব্যাংকিং জগতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এইচএসবিসি ইসরায়েলের অস্ত্র কারখানা এলবিট সিস্টেমে নিজেদের বিনিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন (বিডিএস) আন্দোলনের কর্মীদের দাবির মুখে ব্যাংকটি এই সিদ্ধান্ত নিল।
বিনিয়োগ বন্ধ করার বিষয়টি বৃহস্পতিবার আলজাজিরাকে নিশ্চিত করেছে এইচএসবিসি’র একটি সূত্র।
প্রতিষ্ঠানটি বলছে, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। বরং আন্তর্জাতিক মানবাধিকার নীতির অনুসরণ, যেটা ব্যবসার ক্ষেত্রে প্রয়োগ করা হয়।
২০১৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, এইচএসবিসি এলবিট সিস্টেমে ৩.৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ করে। সব মিলিয়ে তারা বিনিয়োগ করেছে ১.০৫ বিলিয়ন ডলার। এই কোম্পানিটি ইসরায়েলের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করে।
দাতব্য সংস্থা ওয়ার অন ওয়ান্ট বলছে, এলবিট সিস্টেমে বিনিয়োগের কারণে ২৪ হাজার মানুষ ইমেইল করে তাদের শঙ্কার কথা জানায় ব্যাংকটির যুক্তরাষ্ট্র শাখায়।
রিভকা বার্নাড নামের এক জ্যেষ্ঠ আন্দোলনকারী ব্যাংকটির এই সিদ্ধান্তকে ‘প্রথম ইতিবাচক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।
ফিলিস্তিনে ইসরায়েলের দমন-নিপীড়নের বিরুদ্ধে ২০০৫ সাল থেকে আন্দোলন করে আসছে দ্য বিডিএস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানের কারণে তাদের আন্দোলন আন্তর্জাতিকভাবে বেগবান হয়েছে। এইচএসবিসি’র বিরুদ্ধেও তারা নানা সময়ে জনমত গড়ে তোলে।