ফিলিস্তিনে ইহুদি বসতি সম্প্রসারণে ফ্রান্সের নিন্দা
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৬
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে ইহুদি বসতি সম্প্রসারণে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে দুই হাজারও বেশি নতুন বসতির অনুমোদন দেয় ইহুদি রাষ্ট্রটি।
ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের সিদ্ধান্তকে ফ্রান্স নিন্দা জানাচ্ছে। এই বসতি সম্প্রসারণ ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিবে সেইসঙ্গে উত্তেজনা সৃষ্টি করবে।
এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে ইসরায়েলের প্রতি আহবান জানায় ইউরোপীয় ইউনিয়নের দেশটি।
শুক্রবার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানায়, এ সপ্তাহের শুরুতে পশ্চিম তীরে নতুন ইহুদি বসতির সিদ্ধান্ত নেয় ইসরায়েল।
মঙ্গলবার ও বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি এ বসতির অনুমোদন দেয়। শুরুতে ১০৩২টি হাউজিং ইউনিটের পর পরবর্তীতে আরো ১১৫৯টি হাউজিং ইউনিট অনুমোদন দেয়া হয়।
ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার পার্লামেন্ট ভেঙ্গে দিতে সম্মত হয় এবং পরের বছরের ৯ এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দেন। বুধবার দিন শেষে এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়।
মূলত বসতি স্থাপন হচ্ছে দেশটির ডানপন্থীদের রাজনীতির অন্যতম এজেন্ডা। বুধবার দিনের শুরুতেই নির্বাচনী প্রচারণার জন্য সেটেলার নেতাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। ইহুদি বসতি স্থাপনের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪৬

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনে ইহুদি বসতি সম্প্রসারণে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ফ্রান্স। সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে দুই হাজারও বেশি নতুন বসতির অনুমোদন দেয় ইহুদি রাষ্ট্রটি।
ফ্রান্সের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের সিদ্ধান্তকে ফ্রান্স নিন্দা জানাচ্ছে। এই বসতি সম্প্রসারণ ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিবে সেইসঙ্গে উত্তেজনা সৃষ্টি করবে।
এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে ইসরায়েলের প্রতি আহবান জানায় ইউরোপীয় ইউনিয়নের দেশটি।
শুক্রবার এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্য বিষয়ক লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব জানায়, এ সপ্তাহের শুরুতে পশ্চিম তীরে নতুন ইহুদি বসতির সিদ্ধান্ত নেয় ইসরায়েল।
মঙ্গলবার ও বুধবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিটি এ বসতির অনুমোদন দেয়। শুরুতে ১০৩২টি হাউজিং ইউনিটের পর পরবর্তীতে আরো ১১৫৯টি হাউজিং ইউনিট অনুমোদন দেয়া হয়।
ইসরায়েলের ডানপন্থী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার পার্লামেন্ট ভেঙ্গে দিতে সম্মত হয় এবং পরের বছরের ৯ এপ্রিলে আগাম নির্বাচনের ঘোষণা দেন। বুধবার দিন শেষে এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়।
মূলত বসতি স্থাপন হচ্ছে দেশটির ডানপন্থীদের রাজনীতির অন্যতম এজেন্ডা। বুধবার দিনের শুরুতেই নির্বাচনী প্রচারণার জন্য সেটেলার নেতাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। ইহুদি বসতি স্থাপনের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন তিনি।