ওবামার ২০১৮ সালের সেরা বই-মুভি-গান
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:১৭
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: ফেসবুক
২০১৮ সালের শেষ প্রান্তে এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছর পড়া উল্লেখযোগ্য বই, দেখা উল্লেখযোগ্য চলচ্চিত্র ও শোন উল্লেখযোগ্য গানের তালিকা প্রকাশ করেছেন।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তার ফেসবুক পেজে তালিকা প্রকাশ করতে গিয়ে বলেন, প্রতি বছরের মতো এ বছরও শেষ প্রান্তে এসে আমার পড়া সেরা বই, সেরা চলচ্চিত্র ও সেরা গানের তালিকা প্রকাশ করছি। বছর জুড়ে যারা আমাকে আনন্দে রেখেছে, উৎফুল্ল রেখেছে এবং অনুপ্রেরণা দিয়েছে। তালিকার অনেককে আপনারা চেনেন না। আবার অনেককেই চেনেন। আশাকরি বইগুলো আপনারা পড়েছেন, ছবিগুলো দেখেছেন এবং গানগুলো শুনেছেন।
বাইয়ের তালিকা করতে গিয়ে দুইবারের মার্কিন প্রেসিডেন্ট সবার আগে উল্লেখ করেছেন তার স্ত্রী মিশেল ওবামার লেখা ‘বিকামিং’ বইটা। এবং বলেছেন, অবশ্যই বইটা আমার প্রিয়। এরপরেই আছে টায়ারি জোন্সের লেখা ‘অ্যান আমেরিকান ম্যারেজ’।
সেরা বইয়ের তালিকায় আরো আছে আমেরিকানান, দ্যা ব্রোকেন লিডার, ইডুকেটেড, ফ্যাক্টফুলনেস, এ হাউস ফর মি. বিশ্বাস, হাউ ডেমোক্রেসিস ডাই,লং ওয়াক টু ফ্রিডম, দ্যা নিউ জিওগ্রাফি অব জবস, দ্যা রিটার্ন, আমেরিকান প্রিজন, ফিল ফ্রি ইত্যাদি।
চলচ্চিত্রের তালিকায় আছে আন্নিহিলেশন, ব্লাক প্যান্থার, ব্লাক ক্লান্সম্যান, বার্নিং, ব্লাইন্ডস্পটিং, দ্যা ডেথ অব স্টালিন, দ্যা রাইডার, রোমা ইত্যাদি।
ওবামার শোনা ২০১৮ সালের প্রিয় গানের তালিকায় আছে ব্যাড ব্যাড নিউজ, কুড হ্যাভ বিন, ডিসকো ইয়েস, একম্বে, এভরি টাইম আই হেয়ার দ্যাট সং, আই লাইক ইট ইত্যাদি।
প্রতি বছরের শেষ দিকে এসে বছরের সেরা বই, সেরা গান ও সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেন বারাক ওবামা। এবারও তাই করেছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:১৭

২০১৮ সালের শেষ প্রান্তে এসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছর পড়া উল্লেখযোগ্য বই, দেখা উল্লেখযোগ্য চলচ্চিত্র ও শোন উল্লেখযোগ্য গানের তালিকা প্রকাশ করেছেন।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যায় তার ফেসবুক পেজে তালিকা প্রকাশ করতে গিয়ে বলেন, প্রতি বছরের মতো এ বছরও শেষ প্রান্তে এসে আমার পড়া সেরা বই, সেরা চলচ্চিত্র ও সেরা গানের তালিকা প্রকাশ করছি। বছর জুড়ে যারা আমাকে আনন্দে রেখেছে, উৎফুল্ল রেখেছে এবং অনুপ্রেরণা দিয়েছে। তালিকার অনেককে আপনারা চেনেন না। আবার অনেককেই চেনেন। আশাকরি বইগুলো আপনারা পড়েছেন, ছবিগুলো দেখেছেন এবং গানগুলো শুনেছেন।
বাইয়ের তালিকা করতে গিয়ে দুইবারের মার্কিন প্রেসিডেন্ট সবার আগে উল্লেখ করেছেন তার স্ত্রী মিশেল ওবামার লেখা ‘বিকামিং’ বইটা। এবং বলেছেন, অবশ্যই বইটা আমার প্রিয়। এরপরেই আছে টায়ারি জোন্সের লেখা ‘অ্যান আমেরিকান ম্যারেজ’। সেরা বইয়ের তালিকায় আরো আছে আমেরিকানান, দ্যা ব্রোকেন লিডার, ইডুকেটেড, ফ্যাক্টফুলনেস, এ হাউস ফর মি. বিশ্বাস, হাউ ডেমোক্রেসিস ডাই,লং ওয়াক টু ফ্রিডম, দ্যা নিউ জিওগ্রাফি অব জবস, দ্যা রিটার্ন, আমেরিকান প্রিজন, ফিল ফ্রি ইত্যাদি।
চলচ্চিত্রের তালিকায় আছে আন্নিহিলেশন, ব্লাক প্যান্থার, ব্লাক ক্লান্সম্যান, বার্নিং, ব্লাইন্ডস্পটিং, দ্যা ডেথ অব স্টালিন, দ্যা রাইডার, রোমা ইত্যাদি।
ওবামার শোনা ২০১৮ সালের প্রিয় গানের তালিকায় আছে ব্যাড ব্যাড নিউজ, কুড হ্যাভ বিন, ডিসকো ইয়েস, একম্বে, এভরি টাইম আই হেয়ার দ্যাট সং, আই লাইক ইট ইত্যাদি।
প্রতি বছরের শেষ দিকে এসে বছরের সেরা বই, সেরা গান ও সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেন বারাক ওবামা। এবারও তাই করেছেন।