মিশরে পুলিশি অভিযানে ৪০ চরমপন্থী নিহত
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩১
গোপন আস্তানায় হানা দিয়ে ৪০ জন ‘চরমপন্থী’কে হত্যা করেছে মিশর। বোমা বিস্ফোরণে পর্যটক নিহতের ঘটনায় নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সকালে উত্তর সিনাইতে এবং গিজায় পুলিশের অভিযানে ৪০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তারা পর্যটন কেন্দ্র, গির্জা এবং সামরিক ব্যক্তিত্বের ওপর একাধিক হামলার পরিকল্পনা করছিল।
বিবিসি জানায়, শুক্রবার সন্ধ্যায় গিজায় পিরামিড দেখতে গিয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ভিয়েতনামের তিন নাগরিক নিহত হয়। তাদের দোভাষী এক মিশরীয়ও এতে নিহত হন। আহত হয়েছেন আরও ১১ জন।
এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এর আগে ইসলামি চরমপন্থীরা দেশটিতে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল।
সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ এটি। প্রতিবছর বহু পর্যটক পিরামিড দেখতে মিশর গিয়ে থাকেন। এর মধ্যে গিজার পিরামিড অন্যতম।
মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হলে দেশটিতে এ ধরনের হামলার সংখ্যা বাড়ে। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে দেশটির নেতৃত্বের সুসম্পর্ককেও চরমপন্থার উত্থানের জন্য দায়ী করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৯:৩১

গোপন আস্তানায় হানা দিয়ে ৪০ জন ‘চরমপন্থী’কে হত্যা করেছে মিশর। বোমা বিস্ফোরণে পর্যটক নিহতের ঘটনায় নিরাপত্তা বাহিনী এ অভিযান চালায় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার সকালে উত্তর সিনাইতে এবং গিজায় পুলিশের অভিযানে ৪০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তারা পর্যটন কেন্দ্র, গির্জা এবং সামরিক ব্যক্তিত্বের ওপর একাধিক হামলার পরিকল্পনা করছিল।
বিবিসি জানায়, শুক্রবার সন্ধ্যায় গিজায় পিরামিড দেখতে গিয়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ভিয়েতনামের তিন নাগরিক নিহত হয়। তাদের দোভাষী এক মিশরীয়ও এতে নিহত হন। আহত হয়েছেন আরও ১১ জন।
এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে এর আগে ইসলামি চরমপন্থীরা দেশটিতে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল।
সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড। দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ এটি। প্রতিবছর বহু পর্যটক পিরামিড দেখতে মিশর গিয়ে থাকেন। এর মধ্যে গিজার পিরামিড অন্যতম।
মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হলে দেশটিতে এ ধরনের হামলার সংখ্যা বাড়ে। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে দেশটির নেতৃত্বের সুসম্পর্ককেও চরমপন্থার উত্থানের জন্য দায়ী করা হয়।