ডেনমার্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২২:১৬
ডেনমার্কে একটি ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় ছয়জন যাত্রী নিহত হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটি ফুনেন থেকে জিলান্ড দ্বীপে যাওয়ার পথে গ্রেট বেল্ট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের ছাদের একটি অংশ ভেঙে গিয়ে যাত্রীবাহী ট্রেনটিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে মোট ১৩১ জন যাত্রী ও তিনজন চালক ছিলেন।
ঘটনার পর এ সেতুটি দিয়ে বেশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। এ দুর্ঘটনার কারণে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডেনমার্কের নিকটবর্তী দেশ সুইডেনের সংশ্লিষ্ট এলাকার প্রায় এক লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
এই সেতুটি ডেনমার্কের সঙ্গে সুইডেনকে সড়ক পথে যুক্ত করেছে। তীব্র বাতাসের কারণে এ সেতুটি দিয়ে যান চলাচল প্রায় সময়ই বিপজ্জনক হয়ে ওঠে।
সেতুটি দিয়ে কয়েক দিন যান চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার সকালে সেতুটির একটি অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি, ২০১৯ ২২:১৬

ডেনমার্কে একটি ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় ছয়জন যাত্রী নিহত হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটি ফুনেন থেকে জিলান্ড দ্বীপে যাওয়ার পথে গ্রেট বেল্ট ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের ছাদের একটি অংশ ভেঙে গিয়ে যাত্রীবাহী ট্রেনটিকে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে মোট ১৩১ জন যাত্রী ও তিনজন চালক ছিলেন।
ঘটনার পর এ সেতুটি দিয়ে বেশ কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকে। এ দুর্ঘটনার কারণে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডেনমার্কের নিকটবর্তী দেশ সুইডেনের সংশ্লিষ্ট এলাকার প্রায় এক লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।
এই সেতুটি ডেনমার্কের সঙ্গে সুইডেনকে সড়ক পথে যুক্ত করেছে। তীব্র বাতাসের কারণে এ সেতুটি দিয়ে যান চলাচল প্রায় সময়ই বিপজ্জনক হয়ে ওঠে।
সেতুটি দিয়ে কয়েক দিন যান চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। তবে মঙ্গলবার সকালে সেতুটির একটি অংশ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।