মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত শান্তির জন্য হুমকি: ইরান
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০১৯ ১৭:৪৫
মধ্যপ্রাচ্যে সৈন্য ও মারণাস্ত্র পাঠানোর মার্কিন সিদ্ধান্ত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
চলতি মাসে ওমান উপসাগরে সৌদি তেলবাহী জাহাজে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এ ছাড়া ইরানের হুমকিকে মোকাবিলা করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবারের ওই ঘোষণায় ট্রাম্প জানান, সেখানে ১৫০০ সেনা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্রও মোতায়েন করা হবে।
তবে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র তার অন্যায্য আচরণের বৈধতা দিতে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে এমন অভিযোগ করছে।”
তিনি বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ মে, ২০১৯ ১৭:৪৫

মধ্যপ্রাচ্যে সৈন্য ও মারণাস্ত্র পাঠানোর মার্কিন সিদ্ধান্ত এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
চলতি মাসে ওমান উপসাগরে সৌদি তেলবাহী জাহাজে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এ ছাড়া ইরানের হুমকিকে মোকাবিলা করতে মধ্যপ্রাচ্যে আরও সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবারের ওই ঘোষণায় ট্রাম্প জানান, সেখানে ১৫০০ সেনা পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য অস্ত্রশস্ত্রও মোতায়েন করা হবে।
তবে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুক্তরাষ্ট্র তার অন্যায্য আচরণের বৈধতা দিতে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে এমন অভিযোগ করছে।”
তিনি বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বৃদ্ধি অত্যন্ত বিপজ্জনক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।”