আফগানিস্তানে জুমার নামাজে হামলা, নিহত ৬২
অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর, ২০১৯ ২২:০৪
শুক্রবারের নামাজ পড়তে গিয়ে আফগানিস্তানে বোমা হামলার শিকার হয়ে মারা গেছেন ৬২ জন সাধারণ মানুষ।
বিবিসি জানিয়েছে, পূর্ব নানগরহার প্রদেশের ওই মসজিদটির ছাদ রীতিমতো উড়ে গেছে।
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার পর দেশটিতে হামলার ঘটনা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র একদিন আগে এমন পরিস্থিতিকে ‘অপ্রতিরোধ্য’ বলে মন্তব্য করে।
জাতিসংঘের হিসাব মতে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত হয়েছে ১, ১৭৪ বেসামরিক নাগরিক। এর মধ্যে জুলাই ছিল এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী মাস।
তালেবান অবশ্য এই হামলার দায় স্বীকার করছে না। জঙ্গিগোষ্ঠী আইএস অথবা সরকারি পক্ষকে দুষছেন তারা।
হামলায় ১শ’রও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৮ অক্টোবর, ২০১৯ ২২:০৪

শুক্রবারের নামাজ পড়তে গিয়ে আফগানিস্তানে বোমা হামলার শিকার হয়ে মারা গেছেন ৬২ জন সাধারণ মানুষ।
বিবিসি জানিয়েছে, পূর্ব নানগরহার প্রদেশের ওই মসজিদটির ছাদ রীতিমতো উড়ে গেছে।
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি ভেস্তে যাওয়ার পর দেশটিতে হামলার ঘটনা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্র একদিন আগে এমন পরিস্থিতিকে ‘অপ্রতিরোধ্য’ বলে মন্তব্য করে।
জাতিসংঘের হিসাব মতে, গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিহত হয়েছে ১, ১৭৪ বেসামরিক নাগরিক। এর মধ্যে জুলাই ছিল এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী মাস।
তালেবান অবশ্য এই হামলার দায় স্বীকার করছে না। জঙ্গিগোষ্ঠী আইএস অথবা সরকারি পক্ষকে দুষছেন তারা।
হামলায় ১শ’রও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।
শেয়ার করুন