তুরস্কের অভিযানে বিপর্যস্ত কুর্দিদের পাশে ইসরায়েল
অনলাইন ডেস্ক | ৭ নভেম্বর, ২০১৯ ১৬:৪৫
তুরস্কের অভিযানে গত এক মাসে বিপর্যস্ত সিরিয়ান কুর্দিদের সহায়তা দিচ্ছে ইসরায়েল। বুধবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জিজি হোটোবেলি এমনটা জানান।
মিডল ইস্ট আই জানায়, কুর্দিদের ইরান বিরোধী শক্তি হিসেবে দেখছে ইসরায়েল। এই জন্য কুর্দিদের কাছে টানতে তাদের পাশে দাঁড়িয়েছে দেশটি।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জিজি হোটোবেলি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কুর্দিদের আলোচনায় মধ্যস্থতার করছে তেলআবিব সরকার।
সিরীয় শরণার্থীদের জন্য সেইফ জোন তৈরিতে সশস্ত্র কুর্দি গোষ্ঠী ওয়াইপিজের বিরুদ্ধে অক্টোবরের শুরুতে অভিযান চালায় তুরস্ক।
আট দিনের এই অভিযানে বেসামরিক লোকসহ দুই পক্ষের ৫০০ জনের মতো নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কুর্দিদের সংখ্যা বেশি।
সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাজ করে কুর্দিরা। সেসময় বিপুলসংখ্যক আইএস যোদ্ধাদের আটক করে তারা।
কিন্তু তুরস্কের অভিযানে কুর্দিদের পাশ থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র এবং ১০০০ মার্কিন সেনা সরিয়ে নেয়।
হোটোবেলি বলেন, ‘সহায়তার জন্য অনেক আবেদন পায় ইসরায়েল। বিশেষ করে কূটনৈতিক ও মানবিক সহায়তার জন্য। আমরা কুর্দিদের দুর্দশাকে চিহ্নিত করি এবং বিভিন্নভাবে তাদের সহায়তা করছি।’
তিনি বলেন, ‘আমরা কুর্দিদের পাশে থাকতে পেরে গর্বিত।’
তবে ইসরায়েলি মন্ত্রীর এমন দাবি নিয়ে কুর্দি নেতাদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ নভেম্বর, ২০১৯ ১৬:৪৫

তুরস্কের অভিযানে গত এক মাসে বিপর্যস্ত সিরিয়ান কুর্দিদের সহায়তা দিচ্ছে ইসরায়েল। বুধবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জিজি হোটোবেলি এমনটা জানান।
মিডল ইস্ট আই জানায়, কুর্দিদের ইরান বিরোধী শক্তি হিসেবে দেখছে ইসরায়েল। এই জন্য কুর্দিদের কাছে টানতে তাদের পাশে দাঁড়িয়েছে দেশটি।
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে জিজি হোটোবেলি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কুর্দিদের আলোচনায় মধ্যস্থতার করছে তেলআবিব সরকার।
সিরীয় শরণার্থীদের জন্য সেইফ জোন তৈরিতে সশস্ত্র কুর্দি গোষ্ঠী ওয়াইপিজের বিরুদ্ধে অক্টোবরের শুরুতে অভিযান চালায় তুরস্ক।
আট দিনের এই অভিযানে বেসামরিক লোকসহ দুই পক্ষের ৫০০ জনের মতো নিহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কুর্দিদের সংখ্যা বেশি।
সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে কাজ করে কুর্দিরা। সেসময় বিপুলসংখ্যক আইএস যোদ্ধাদের আটক করে তারা।
কিন্তু তুরস্কের অভিযানে কুর্দিদের পাশ থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র এবং ১০০০ মার্কিন সেনা সরিয়ে নেয়।
হোটোবেলি বলেন, ‘সহায়তার জন্য অনেক আবেদন পায় ইসরায়েল। বিশেষ করে কূটনৈতিক ও মানবিক সহায়তার জন্য। আমরা কুর্দিদের দুর্দশাকে চিহ্নিত করি এবং বিভিন্নভাবে তাদের সহায়তা করছি।’
তিনি বলেন, ‘আমরা কুর্দিদের পাশে থাকতে পেরে গর্বিত।’
তবে ইসরায়েলি মন্ত্রীর এমন দাবি নিয়ে কুর্দি নেতাদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি।