যুদ্ধাপরাধে অভিযুক্ত দুই সেনাকে ট্রাম্পের ক্ষমা
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর, ২০১৯ ১২:৫৩
আফগানিস্তানে যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়া দুই মার্কিন সেনাকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, দুজনের একজন বিচারের জন্য অপেক্ষা করছিলেন। আরেকজন আগে থেকে কারাগারে ছিলেন।
রাষ্ট্রপতির ক্ষমতাবলে পূর্ণ ক্ষমার আদেশে শুক্রবার সই করেন ট্রাম্প।
২০১৩ সালে ফার্স্ট লেফটেন্যান্ট ক্লিন্ট লরেন্স দুই আফগানের ওপর তার সেনাদের গুলি করার আদেশ দেন। বিষয়টি নিয়ে সেই সময় তুমুল সমালোচনা হয়।
ক্ষমা পাওয়াদের মধ্যে আরেকজন মেজর ম্যাথিউ গোলস্টাইন। একজন আফগান বন্দি মুক্তি পাওয়ার পর তার হাতে নিরস্ত্র অবস্থায় খুন হন। একথা তিনি নিজে স্বীকারও করেছেন।
এর আগে মার্কিন নৌবাহিনীর বিশেষ অপারেশন প্রধান এডওয়ার্ড গ্যালাঘারকেও একইভাবে ক্ষমা করেন ট্রাম্প। তার বিরুদ্ধে ইরাকে নিরস্ত্র বেসামরিক লোকদের নির্বিচারে গুলি করে হত্যা ও এক বন্দিকে ছুরিকাঘাতে হত্যার মতো অভিযোগ ছিল।
এদের পাশাপাশি আরো কয়েকজন সেনা ট্রাম্পের ক্ষমার তালিকায় আছেন। কিন্তু তাদের নাম গোপন রাখা হয়েছে।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৬ নভেম্বর, ২০১৯ ১২:৫৩

আফগানিস্তানে যুদ্ধাপরাধে অভিযুক্ত হওয়া দুই মার্কিন সেনাকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, দুজনের একজন বিচারের জন্য অপেক্ষা করছিলেন। আরেকজন আগে থেকে কারাগারে ছিলেন।
রাষ্ট্রপতির ক্ষমতাবলে পূর্ণ ক্ষমার আদেশে শুক্রবার সই করেন ট্রাম্প।
২০১৩ সালে ফার্স্ট লেফটেন্যান্ট ক্লিন্ট লরেন্স দুই আফগানের ওপর তার সেনাদের গুলি করার আদেশ দেন। বিষয়টি নিয়ে সেই সময় তুমুল সমালোচনা হয়।
ক্ষমা পাওয়াদের মধ্যে আরেকজন মেজর ম্যাথিউ গোলস্টাইন। একজন আফগান বন্দি মুক্তি পাওয়ার পর তার হাতে নিরস্ত্র অবস্থায় খুন হন। একথা তিনি নিজে স্বীকারও করেছেন।
এর আগে মার্কিন নৌবাহিনীর বিশেষ অপারেশন প্রধান এডওয়ার্ড গ্যালাঘারকেও একইভাবে ক্ষমা করেন ট্রাম্প। তার বিরুদ্ধে ইরাকে নিরস্ত্র বেসামরিক লোকদের নির্বিচারে গুলি করে হত্যা ও এক বন্দিকে ছুরিকাঘাতে হত্যার মতো অভিযোগ ছিল।
এদের পাশাপাশি আরো কয়েকজন সেনা ট্রাম্পের ক্ষমার তালিকায় আছেন। কিন্তু তাদের নাম গোপন রাখা হয়েছে।