বাইকের লোভে কবর থেকে বাবা-মায়ের দেহ তুলল ছেলে!
অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর, ২০১৯ ১০:০৪
অনেক দিন ধরে বাইক কেনার ইচ্ছা ছিল এক আফ্রিকান যুবকের। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছিলেন না। হঠাৎ তার কাছে একদিন অদ্ভুত একটা প্রস্তাব আসে।
এক ব্যবসায়ী নামপুলা প্রদেশের ওই যুবককে বলেন, মানুষের হাড়গোড় জোগাড় করতে পারলে তাকে বাইক কিনে দেবেন। সঙ্গে বেশ কিছু টাকাও। সেই লোভে নিজের বাবা, মা এবং চাচার দেহ কবর থেকে তুলে ফেলেন ওই যুবক!
অবৈধভাবে কবর খুঁড়ে দেহ বের করার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোজাম্বিক পুলিশ। জেরার সময় অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, দেহ তুলে এক রাতের মধ্যে হাড়গোড় বের করে ফেলেছিলেন তিনি।
বিবিসিকে বলেন, ‘আমি পারিবারিক কবরস্থান থেকে এটি করেছি। বাবার, মা ও চাচার দেহ তুলে আনি। আমাকে ওই ব্যবসায়ী বলেছিলেন, না ভুগে মৃত্যু হওয়া ব্যক্তির দেহের হাড় দিতে।’
কিন্তু এত কিছু করেও হাড় পৌঁছাতে নির্দিষ্ট জায়গায় গিয়েও ওই ব্যবসায়ীকে খুঁজে পাননি তিনি। বরং সেখান থেকেই যেতে হয়েছে শ্রীঘরে।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর, ২০১৯ ১০:০৪

অনেক দিন ধরে বাইক কেনার ইচ্ছা ছিল এক আফ্রিকান যুবকের। কিন্তু প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছিলেন না। হঠাৎ তার কাছে একদিন অদ্ভুত একটা প্রস্তাব আসে।
এক ব্যবসায়ী নামপুলা প্রদেশের ওই যুবককে বলেন, মানুষের হাড়গোড় জোগাড় করতে পারলে তাকে বাইক কিনে দেবেন। সঙ্গে বেশ কিছু টাকাও। সেই লোভে নিজের বাবা, মা এবং চাচার দেহ কবর থেকে তুলে ফেলেন ওই যুবক!
অবৈধভাবে কবর খুঁড়ে দেহ বের করার জন্য ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোজাম্বিক পুলিশ। জেরার সময় অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, দেহ তুলে এক রাতের মধ্যে হাড়গোড় বের করে ফেলেছিলেন তিনি।
বিবিসিকে বলেন, ‘আমি পারিবারিক কবরস্থান থেকে এটি করেছি। বাবার, মা ও চাচার দেহ তুলে আনি। আমাকে ওই ব্যবসায়ী বলেছিলেন, না ভুগে মৃত্যু হওয়া ব্যক্তির দেহের হাড় দিতে।’
কিন্তু এত কিছু করেও হাড় পৌঁছাতে নির্দিষ্ট জায়গায় গিয়েও ওই ব্যবসায়ীকে খুঁজে পাননি তিনি। বরং সেখান থেকেই যেতে হয়েছে শ্রীঘরে।