‘সমকামিতাকে বৈধতা দেয়ায় দাবানলের সৃষ্টি’
অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর, ২০১৯ ১৬:৩৬
রেকর্ডতম দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। ভয়াবহ এই দাবানলের জন্য সমকামিতাকে বৈধতাদানকেই দায়ী করেছেন দেশটি এক রাগবি তারকা।
ডেইলি মেইল জানায়, অস্ট্রেলিয়ার রাগবি জাতীয় দলের খেলোয়াড় ইসরায়েল ফলাউয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে ইসরায়েলকে বলতে দেখা যায়, 'তারা সমকামিতাকে বৈধতা দিয়েছে। এটি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে। দেখেন, অল্প সময়ের মধ্যে এই দাবানল কীভাবে ছড়িয়ে পড়েছে, কীভাবে আবহাওয়া বৃষ্টিহীন হয়ে গিয়েছে। এটি কি কাকতালীয় কোনো ঘটনা?’
৩০ বছর বয়সী এই খ্রিস্টাবলম্বী তারকা খেলোয়াড় বলেন, 'এটি সৃষ্টিকর্তার বিচার। সমকামিতার জন্য এই শাস্তি দিচ্ছেন তিনি। এর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের বলছেন, এর (সমকামিতা) থেকে আমরা যাতে বেরিয়ে আসি।’
উত্তর-পশ্চিম সিডনির কেনথার্স্ট শহরে জেসাস ক্রাইস্ট চার্চে রবিবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া সমকামিতাকে বৈধতা দেয়। দেশটির পার্লামেন্টে এই বিষয়ে তারা একটি আইন পাস করে।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৭ নভেম্বর, ২০১৯ ১৬:৩৬

রেকর্ডতম দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়া। ভয়াবহ এই দাবানলের জন্য সমকামিতাকে বৈধতাদানকেই দায়ী করেছেন দেশটি এক রাগবি তারকা।
ডেইলি মেইল জানায়, অস্ট্রেলিয়ার রাগবি জাতীয় দলের খেলোয়াড় ইসরায়েল ফলাউয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে ইসরায়েলকে বলতে দেখা যায়, 'তারা সমকামিতাকে বৈধতা দিয়েছে। এটি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে। দেখেন, অল্প সময়ের মধ্যে এই দাবানল কীভাবে ছড়িয়ে পড়েছে, কীভাবে আবহাওয়া বৃষ্টিহীন হয়ে গিয়েছে। এটি কি কাকতালীয় কোনো ঘটনা?’
৩০ বছর বয়সী এই খ্রিস্টাবলম্বী তারকা খেলোয়াড় বলেন, 'এটি সৃষ্টিকর্তার বিচার। সমকামিতার জন্য এই শাস্তি দিচ্ছেন তিনি। এর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের বলছেন, এর (সমকামিতা) থেকে আমরা যাতে বেরিয়ে আসি।’
উত্তর-পশ্চিম সিডনির কেনথার্স্ট শহরে জেসাস ক্রাইস্ট চার্চে রবিবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া সমকামিতাকে বৈধতা দেয়। দেশটির পার্লামেন্টে এই বিষয়ে তারা একটি আইন পাস করে।