ক্যালিফোর্নিয়ায় ফুটবল ওয়াচ পার্টিতে বন্দুক হামলা, নিহত ৪
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৯ ১৪:১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।
রবিবার রাতে লস অ্যাঞ্জেলসের ২০০ মাইল উত্তরে ফ্রেসনো এলাকায় এই ঘটনা ঘটে।
সিএনএন জানায়,একটি ফুটবল ওয়াচ পার্টিতে এই বন্দুক হামলা চালানো হয়। বাড়িটির সামনে অন্তত ৩৫ জন মানুষ অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়।
ফ্রেসনোর ডেপুটি পুলিশ চিফ মাইকেল রিড জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
তিনি বলেন, ‘ভয়াবহ এই সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’
রিড আরও বলেন, ‘কতজন ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত এবং সংঘবদ্ধভাবে এই হামলা করা হয়েছে কীনা, সে ব্যাপারে স্পষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না।’
পুলিশ জানায়, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করছেন তারা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৯ ১৪:১৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন।
রবিবার রাতে লস অ্যাঞ্জেলসের ২০০ মাইল উত্তরে ফ্রেসনো এলাকায় এই ঘটনা ঘটে।
সিএনএন জানায়,একটি ফুটবল ওয়াচ পার্টিতে এই বন্দুক হামলা চালানো হয়। বাড়িটির সামনে অন্তত ৩৫ জন মানুষ অবস্থান করছিলেন বলে পুলিশ জানায়।
ফ্রেসনোর ডেপুটি পুলিশ চিফ মাইকেল রিড জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। হতাহতদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
তিনি বলেন, ‘ভয়াবহ এই সহিংসতায় হতাহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।’
রিড আরও বলেন, ‘কতজন ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত এবং সংঘবদ্ধভাবে এই হামলা করা হয়েছে কীনা, সে ব্যাপারে স্পষ্ট করে এখনো কিছু বলা যাচ্ছে না।’
পুলিশ জানায়, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করছেন তারা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন।