ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০১৯ ০০:২৭
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
দেশটির ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর এখন পদত্যাগের আইনি বাধ্যবাধকতা নেই।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে লাখ লাখ ডলার খরচ করেছেন।
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর সাজা হতে পারে। জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ২২ নভেম্বর, ২০১৯ ০০:২৭

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল অভিচাই ম্যানডেলব্লিট বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
দেশটির ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে এই অবস্থার মুখোমুখি হলেন বেনিয়ামিন নেতানিয়াহু।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসা নেতানিয়াহুর এখন পদত্যাগের আইনি বাধ্যবাধকতা নেই।
নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তার পক্ষে সংবাদ প্রচারের জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে লাখ লাখ ডলার খরচ করেছেন।
ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর সর্বোচ্চ ১০ বছর সাজা হতে পারে। জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ।