ব্রাজিলে ১১০ বছরে রেকর্ড বৃষ্টি, বন্যায় মৃত বেড়ে ৪৪
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২০ ১৪:০৩
ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক দিনের ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে এএফপি।
স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। দুর্যোগে আহত হয়েছে ১২ জন। এখন পর্যন্ত নিখোঁজ ১৯ জন।
মিনাস গারাইস রাজ্যের ৫৮টি শহর ও নগরীর প্রায় ১৭ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজারের বেশি মানুষ পার্শ্ববর্তী দু’টি রাজ্যে চলে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একাধিক ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। ঘরবাড়ি ধসে পড়া, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বন্যার পানিতে ভেসে যাওয়া বিস্তৃত এলাকা দেখা যাচ্ছে সেসব ছবিতে।
প্রসঙ্গত, দীর্ঘ ১১০ বছরের রেকর্ড ভঙ্গ করা এ বর্ষণ রবিবার থামলেও বেলো হোরিজন্টি এলাকার বিভিন্ন শহর নতুন করে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
এদিকে ভারত সফরে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেখানে বন্যা প্রসঙ্গে তিনি জানান, এ প্রাকৃতিক দুর্যোগে সরকার ‘সম্ভাব্য সবকিছু’ করছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ জানুয়ারি, ২০২০ ১৪:০৩
ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক দিনের ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে এএফপি।
স্থানীয় সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। দুর্যোগে আহত হয়েছে ১২ জন। এখন পর্যন্ত নিখোঁজ ১৯ জন।
মিনাস গারাইস রাজ্যের ৫৮টি শহর ও নগরীর প্রায় ১৭ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া ১০ হাজারের বেশি মানুষ পার্শ্ববর্তী দু’টি রাজ্যে চলে গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া একাধিক ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে। ঘরবাড়ি ধসে পড়া, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়া এবং বন্যার পানিতে ভেসে যাওয়া বিস্তৃত এলাকা দেখা যাচ্ছে সেসব ছবিতে।
প্রসঙ্গত, দীর্ঘ ১১০ বছরের রেকর্ড ভঙ্গ করা এ বর্ষণ রবিবার থামলেও বেলো হোরিজন্টি এলাকার বিভিন্ন শহর নতুন করে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।
এদিকে ভারত সফরে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। সেখানে বন্যা প্রসঙ্গে তিনি জানান, এ প্রাকৃতিক দুর্যোগে সরকার ‘সম্ভাব্য সবকিছু’ করছে।